দক্ষিণবঙ্গ

পূর্বস্থলীতে খড়ি নদীর পাড়ে ঢালা‌ই রাস্তায় ধস 

সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর হালদিপাড়া গ্রামে খড়ি নদীর পাড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বৃষ্টির জেরে নদীপাড়ের মাটি ক্রমশ ধসছে। এর জেরে ধস নামায় ঢালাই রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তাটি কার্যত ঝুলে রয়েছে। নদীর পাড়ের বাসিন্দাদের দাবি, অবিলম্বে খড়ি নদীর ভাঙন রোধ না করলে রাস্তা, বাড়ি-ঘর বাঁচানো যাবে না। পূর্বস্থলী-২ ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের উপপ্রধান মানারুল শেখ বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পূর্বস্থলী-২ ব্লকের মুকশিমপাড়া পঞ্চায়েতের হালদিপাড়া গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে খড়ি নদী। এক মাস আগেই অতিরিক্ত বৃষ্টি ও জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত হয়েছিল খড়ি নদী। এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যাওয়ায় অন্তান্তরে পড়েছিলেন গ্রামের মানুষজন। নদীর জল দু’কুল ছাপিয়ে যায়। জল নামতেই খড়ি নদীর পাড়জুড়ে ভাঙন শুরু হয়। নদীর পাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় ধস নামতে শুরু করে। হালদিপাড়া গ্রামের দাসপাড়ায় ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে আগেই। ওই রাস্তা ধরেই এলাকার ছেলেমেয়েরা স্কুলে যায়। কিন্তু ওই ঢালাই রাস্তার বেশ কয়েকফুট জুড়ে ধস নামে। রাস্তায় নীচে বড় পাইপ বেরিয়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দা প্রতিমা দাস বলেন, রাস্তার নীচে মাটি সরে গিয়েছে। ওই রাস্তা যেকোনও মুহূর্তে ভেঙে যাবে। বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তাটি। ছেলেমেয়েদের নিয়ে থাকি। পা পিছলে গেলে একেবারে নদীতে পড়ে যাবে। একটা গাছ ভাঙনের জেরে নদীতে পড়ে গিয়েছে। আমরা চাই দ্রুত নদীর পাড় শাল বল্লা দিয়ে সংস্কার করা হোক। তাহলে অন্তত রাস্তাটি বাঁচবে। এলাকার বাসিন্দা বাসন্তী দাস বলেন, প্রতিবছরই খড়ি নদীর জল নেমে গেলে ভাঙন হয়। নদীর পাড়ে বাড়িগুলিতেও ধস নেমেছে। এভাবে থাকলে আমাদের ভবিষ্যতে বাড়িঘর সব ভেঙে পড়বে। রাস্তার অবস্থাও বেশ খারাপ। নীচে থেকে মাটি সরে গিয়ে তলার ইট দেখা যাচ্ছে। দ্রুত রাস্তার কাজ না করলে ভেঙে পড়বে। রাতে ওই রাস্তা দিয়ে আতঙ্কে যাতায়াত করতে পারছি না। 
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা