দক্ষিণবঙ্গ

‘মনগড়া’ বিল জমা ঘাটালের স্কুলের, জানাল বিদ্যুৎ দপ্তর

সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল ব্লকের গঙ্গাপ্রসাদ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে গত সাড়ে তিন বছরে কখনোই ১৮-২০হাজার টাকা বিদ্যুতের বিল হয়নি। স্কুলের টিআইসি তাঁর প্যাডে ‘মনগড়া’ বিল তৈরি করে বিদ্যালয় পরিদর্শকের অফিসে জমা দিয়েছেন বলে অভিযোগ। শিক্ষাদপ্তরে টিআইসির পাঠানো বিল এবং বিদ্যুৎদপ্তরের বিলের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যা নিয়ে বিড়ম্বনায় পড়ে টিআইসি ধর্মদাস অধিকারী বলেন, এনিয়ে আমি সাংবাদিকের সঙ্গে কোনও কথা বলব না। যা জবাব দেওয়ার বিদ্যালয় পরিদর্শককে দেব। ঘাটাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে বলেন, সব স্কুলের বিদ্যুৎ বিল চেয়ে পাঠিয়েছি। কয়েকটি স্কুলের বিল দেখে সন্দেহ হয়েছে। অসঙ্গতি পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করব।
শিক্ষাদপ্তরের নির্দেশমতো প্রাথমিক স্কুলগুলি তাদের প্যাডে গত আর্থিক বছরে বিদ্যুতের বিল বাবদ কোন মাসে কত টাকা খরচ হয়েছে তার হিসেব পাঠিয়েছে। গঙ্গাপ্রসাদ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্যাডে টিআইসির সই করা হিসেবে দেখা গিয়েছে, ওই স্কুলে কোনও মাসে  বিল ১৬৭টাকা আবার কোনও মাসে ১৮হাজার ৯৫০ বা ১৯হাজার ৬৭০ টাকাও রয়েছে। শীতকালে জানুয়ারি মাসেও ১৮হাজার ১১৭টাকা বিদ্যুতের বিল এসেছে বলে দাবি করা হয়েছে। সেই খবর গত সোমবার ‘বর্তমান’এ প্রকাশিত হওয়ার পরই বিদ্যুৎদপ্তরের নজরে পড়ে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা