দক্ষিণবঙ্গ

সিউড়ি শহরে নেই কোনও ভ্যাট, মমতার ভর্ৎসনার পর সম্ভবত জঞ্জাল সাফাই হবে

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শহরের একেবারে মধ্যিখানে অবস্থিত মসজিদ মোড়। এই মোড়ের রাস্তার মাঝে রয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তি। আশপাশের বিভিন্ন দোকানের আবর্জনা, নোংরা জিনিসপত্র সবকিছুই ফেলা হয় ওই মূর্তির নীচে। সকালে পুরসভার গাড়ি গিয়ে পরিষ্কার করে বটে, কিন্তু সারাদিনই জঞ্জাল পড়ে থাকে এলাকাটিতে। রাস্তার উপরও চলে আসে সেসব আবর্জনা। অথচ নেই কোনও ভ্যাট কিংবা ডাস্টবিন। জায়গাটি পেরিয়ে যাওয়ার সময় নাকে চাপা দেন প্রতেকেই। সিউড়ি শহরে তাকালে সর্বত্র দেখা যাবে এমন জমা আবর্জনার ছবি। শহরবাসীও এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। সেই সঙ্গে বহুতল আবাসনের নির্মাণ নিয়ে নজরদারি কতখানি, সেই প্রশ্নও রয়েছে।
সদর শহর সিউড়ির পরিচ্ছন্নতা নিয়ে সোমবার নবান্নের বৈঠক থেকে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওইদিন বেশ কিছু পুরসভার নাম উল্লেখ করেন, যাদের পরিচ্ছন্নতা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে সিউড়ি পুরসভার নাম তিনি উল্লেখ করেন। কেন এই শহরগুলি এত নোংরা থাকবে, তা উচ্চবিভাগকে দেখতে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর তিরস্কারের পর সদর শহরের নোংরা জমা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। পুলিস লাইনের টিউবওয়েলের পাশে জমে রয়েছে আবর্জনা। ফকিরপাড়াতে দীর্ঘদিন থেকে একটি ড্রেন বন্ধ হয়ে গিয়েছে। ফলে ড্রেনের নোংরা জল রাস্তার উপরে উঠে গিয়েছে। পুলিস লাইন থেকে এক্সচেঞ্জ অফিসার যাওয়ার রাস্তার মাঝেও আবর্জনা জমে রয়েছে। এছাড়াও প্রশাসন ভবন সংলগ্ন মেন রাস্তার মাঝে ময়লার স্তূপ জমে থাকে প্রায় সবদিনই। আরও দেখা যাচ্ছে, শহরের বেশিরভাগ ওয়ার্ডেই কোনও ডাস্টবিনের ব্যবস্থা নেই। আলাদা করে ময়লা ফেলার জন্য ভ্যাট নেই। জেলার অন্যান্য শহরগুলিতে যেমন ডাস্টবিন দেওয়া থাকে, তা নেই সদর শহরে। তাই রাস্তার ধারেই কিংবা ওয়ার্ডের মোড়ে মোড়ে নোংরা পড়ে থাকে। শহরের দুই বাসিন্দা শ্যামলী মুখোপাধ্যায়, শেখ মিন্টু বলেন, এসব নিয়ে পুরসভা ভাবতেই চায় না। চেয়ারম্যানের পর চেয়ারম্যান বদল হয়, কিন্তু সিউড়ি শহরের অবস্থা সেই তিমিরেই থেকে যায়। কাউন্সিলারদের ১০ বার বললে তবে ড্রেন পরিষ্কার হয়। রাস্তাঘাট খানাখন্দে ভরা, ধুলোয় ভর্তি চারিদিক। রাস্তায় কোনও শৌচাগার নেই। এছাড়াও সৌন্দর্যায়নের দিক থেকেও এই শহর অনেকটাই পিছিয়ে। এই সব বিষয় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত গিয়েছে তা এদিন বোঝা গেল। এবার পুরসভার টনক নড়বে বলে আশা রাখি। অন্যদিকে, শহরের বুকে একের পর এক বহুতল আবাসন ঘিরেও নানা প্রশ্ন রয়েছে। কয়েকদিন আগেই ১২ তলার আবাসন তৈরি হয়েছে মূল রাস্তা থেকে মাত্র কয়েক ফুট দূরেই। এছাড়াও ওয়ার্ডের ভেতরে ভেতরে গজিয়ে উঠছে বহুতল আবাসন। সবই পুরসভার খাতায় কলমে ঠিকঠাক থাকলেও জলের জোগান, বাতাস পাশ করা কিংবা নির্দিষ্ট দূরত্ব ছাড় রেখে বহুতল তৈরি নিয়ে আশপাশের বাসিন্দাদের নানা প্রশ্ন রয়েছে। জেলা প্রশাসনে অভিযোগও জানিয়েছেন কেউ কেউ। এবার মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়ে সদরের হাল ফেরে কিনা এখন সেটাই দেখার। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, আমি আর কারও উপর ভরসা করে থাকছি না। নিজে বুধবার সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরব। কেউ নিজের এলাকায় কাজ না করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা