দক্ষিণবঙ্গ

হলদিয়ায় বাস টার্মিনাস এলাকায় অস্থায়ী দোকান, ঝুপড়ি সরানোর নির্দেশ পুরসভার

সংবাদদাতা, হলদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই মঙ্গলবার হলদিয়ায় দখলদার উচ্ছেদে মাইকিং শুরু হয়েছে। সেখানকার বিভিন্ন এলাকায় এদিনই পুর কর্তৃপক্ষ দখলদারদের নোটিস পাঠিয়েছে। এদিন প্রথমে ২৯ নম্বর ওয়ার্ডে হলদিয়া টাউনশিপ বাস টার্মিনাস এলাকায় মাইকিং করা হয়। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ জুনের মধ্যে বাস টার্মিনাস লাগোয়া অস্থায়ী দোকানদার ও ঝুপড়িবাসীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ সরতে না চাইলে পুর আইন মেনে পদক্ষেপ করা হবে। হলদিয়া বন্দর কর্তৃপক্ষও উচ্ছেদ অভিযানে শামিল হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও বন্দরের তরফে কোনও নোটিস দেওয়া হয়নি।
ওই এলাকার কিছুটা অংশ বন্দর কর্তৃপক্ষের আওতাধীন। বন্দরের জমি দখল করেও বাসস্ট্যান্ড এলাকায় ঝুপড়ি হয়েছে। হলদিয়ার সেন্ট্রাল বাস টার্মিনাস গড়ার জন্য পুরসভাকে পাঁচবছর আগে টাউনশিপে ২ একরের বেশি জমি দেয় বন্দর কর্তৃপক্ষ। আইওসি রিফাইনারির সহযোগিতায় ৮ কোটি টাকা ব্যয়ে নতুন বাস টার্মিনাস গড়ছে পুরসভা। দেড় বছরে হলদিয়ার পুরপ্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানেই অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরি হচ্ছে। চার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এবার বাতানুকূল তিনতলা রেস্টরুম, রেস্তোরাঁ, পরিবহণকর্মীদের থাকার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু বাস টার্মিনাসের সৌন্দর্যায়নে বাদ সেধেছে অস্থায়ী দোকান ও ঝুপড়ি। বাস টার্মিনাসের মূল গেট আটকে বা প্রাচীরের পাশে সেগুলি বসেছে। অভিযোগ, তৃণমূলের স্থানীয় প্রভাবশালী নেতার মদতেই ওই জমি দখল হয়েছে।
বাস টার্মিনাসের পাশেই আইওসির আবাসন রয়েছে। আইওসির আধিকারিকরা একাধিকবার পুরসভায় এসে ঝুপড়ি তোলার আর্জি জানিয়েছেন। অভিযোগ, ওই এলাকায় অসামাজিক কাজকর্ম হয়। চুরি, ছিনতাইয়ের ভয়ে কেউ সন্ধের পর হাঁটতে বেরোতে পারেন না। পুরসভা পুলিসকেও বারবার বিষয়টি জানিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুরসভা জোরকদমে উচ্ছেদের কাজ শুরু করতে চাইছে। পুরসভার এক আধিকারিক বলেন, ওই এলাকায় ২৮টি অস্থায়ী দোকান ও ঝুপড়ি রয়েছে। তাদের নোটিস দিয়ে এদিন পুরসভার সিটি গার্ডরা সতর্ক করেছে। পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, পুরো হলদিয়াজুড়েই রাস্তার পাশের জবরদখল উচ্ছেদ করা হবে। আগে সেসব জায়গা চিহ্নিত করে নোটিস দেওয়া হচ্ছে। তাছাড়া, জবরদখল রুখতে গাছ লাগানো শুরু হয়েছে। 
বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার জবরদখল উচ্ছেদ নিয়ে পুরসভার মাইকিং চলছে।-নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা