দক্ষিণবঙ্গ

এলাকা দখল ঘিরে কং-তৃণমূল সংঘর্ষ

সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জে এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের লড়াইয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গাজিনগর মালঞ্চা এলাকা। সোমবার বিকেলে দুই পক্ষের গণ্ডগোলে মুড়ি-মুড়কির মতো চলে বোমাবাজি। বোমার আঘাতে তৃণমূল কংগ্রেসের এক কর্মী মারাত্মকভাবে জখম হন। জখম ব্যক্তির নাম মির জালালুদ্দিন। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার সিংহপাড়ায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায় বলে জখম ব্যক্তির দাবি। যদিও কংগ্রেস এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। শাসকদলের দুই পক্ষের লড়াই বলে পাল্টা দাবি কংগ্রেসের। এলাকায় গণ্ডগোল পাকানোর অভিযোগে উভয় পক্ষের ১১ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। এপ্রসঙ্গে সামশেরগঞ্জ থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, এলাকায় অশান্তি করায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে পুলিস পিকেট বসানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গিয়েছে, এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নিয়ে দুই পক্ষের রেষারেষি দীর্ঘদিনের। দুই পক্ষকেই স্থানীয় শাসকদলের দুই নেতা মদত দেন বলে স্থানীয়দের অভিমত। দুই নেতাই কেউ কাউকে ছাড়ার পাত্র নন। ফলে হামেশাই এলাকার রাশ ধরে রাখতে উত্তেজনা ছড়ায়। মাস তিনেক আগেই দুই পক্ষের মাঝে গণ্ডগোল বাধে। সেই গণ্ডগোল তখনকার মতো মিটে যায়। তবে সোমবার ফের একবার দুই পক্ষের মধ্যে আচমকাই ব্যাপক বোমাবাজি শুরু হয়। পুরনো গণ্ডগোলের বদলা নিতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। ইটবৃষ্টির সঙ্গে চলে ব্যাপক বোমাবাজিও। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূলের কর্মী মির জালালুদ্দিন। বোমার আঘাতে তাঁর দুই পা মারাত্মকভাবে জখম হয়। জখম যুবকের ভাইপো হাসিবুর রহমান বলেন, ‘এলাকায় বোমাবাজির আওয়াজ পেয়ে কাকু তাড়াতাড়ি গোরু, ছাগলগুলোকে গোয়ালঘরে নিয়ে যাচ্ছিল। তখনই কাকুকে লক্ষ্য করে ওরা বোমা ছোড়ে। গত পঞ্চায়েত ভোটে কাকু তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করেছিল বলেই কাকুকে ওরা বোমা মেরে খুনের পরিকল্পনা করেছিল।
সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহিদুল ইসলাম বলেন, দুষ্কৃতীদের ছোড়া বোমায় আমাদের এক কর্মী জখম হয়েছেন। পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, এখন তো কোনও ভোট নেই, দলীয় কোনও বিষয়ও নেই। তাই সেখানে রাজনৈতিক লড়াইয়ের প্রশ্ন আসে না। আসলে সব বিষয়েই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
মালঞ্চা গ্রামপঞ্চায়েতের প্রধান রমিশা বিবি বলেন, এখন ব্যস্ত রয়েছি। এবিষয়ে যা বলার, পরে বলব। স্থানীয় জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব বলেন, ছেলেকে নিয়ে বিশেষ প্রয়োজনে কলকাতায় ছিলাম। রাতে বাড়ি ফিরেছি। শুনেছি ছোট একটা গণ্ডগোল হয়েছে। তবে ঝামেলা মিটে গিয়েছে বলেও শুনেছি। বর্তমানে এলাকায় কোনও সমস্যা নেই।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা