বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি

 টুকরো খবর

গৃহসজ্জায় স্কাল্পটেড ট্রেজার্স 
মার্বেলের হরেক জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেসব জিনিসের বেশিরভাগই বাজারচলতি ও প্রচলিত। গৃহসজ্জার নানা পাথুরে উপকরণে আধুনিক সৃজনশীলতার ছোঁয়া মিলবে এবার শহর কলকাতায়। সাদার্ন অ্যাভিনিউয়ের ১৯এ, রজনী সেন রোডের স্কাল্পটেড ট্রেজার্স-এ পাবেন ঘর সাজানোর এমন নানা উপাদান। শিল্প ভালোবাসলে ও গৃহসজ্জায় একটু অন্যরকম আভিজাত্য আনতে চাইলে এখানকার পণ্যগুলি আপনার মন কাড়তে পারে। ১০০০ বর্গকিমির এই বিপণিতে পাবেন পাথরে খোদাই করা নানা শিল্পের সমাহার। ভারতের বিভিন্ন রাজ্যের নিজস্ব ঘরানার নকশা ফুটে উঠেছে সেখানে।ষ যেমন রয়েছে পুরনো যুগের ব্রিটিশ গথিক নকশা, তেমনই পাবেন গুজরাত, সুরাটের মার্বেল ওয়ার্ক। নানা শো পিস, ট্রে, ঠাকুরের সিংহাসন, ফুলদানি ইত্যাদি নানা উপহার সামগ্রী পাবেন এখানে। বাগান, বাড়ির বাইরের লন কিংবা ঘরের ভিতরকে সাজিয়ে তুলতে পারেন এমন শৈল্পিক ও ব্যতিক্রমী মার্বেল আর্ট দিয়ে। দামও সাধ্যের মধ্যেই। স্টোরের সময় সকাল ১১টা থেকে রাত ৮টা।

কম্বল বিতরণ
মালদার সাহাপুর অঞ্চলের অধীনে ভাটরা গ্রামে ইংরেজবাজারের পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে গত ২৬ জানুয়ারি এক অনুষ্ঠানে মালদায় স্থানীয় অধিবাসীদের কম্বল ও চাদর বিতরণ করা হয়। সেখানে ছিলেন মডেল ও অভিনেতা রাজ সাহা (রজত)। তাঁরা সেখানকার অধিবাসীদের কম্বল ও চাদর বিতরণ করেন। বাসিন্দাদের জন্য খাওয়াদাওয়ারও ব্যবস্থা ছিল। রাজ সাহার এই পদক্ষেপ নতুন প্রজন্মকে এক নতুন আলোর দিশা দেখাবে। উক্ত অনুষ্ঠানে এসেছিলেন অন্তত এক হাজার পথচারী।

 মিনি ম্যারাথন
সম্প্রতি রঙিন পথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ত্রিবেণী শিবপুর খেলার মাঠ প্রাঙ্গণে উদযাপিত হয় সাধারণতন্ত্র দিবস। এই বিশেষ দিনে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আয়োজিত হয়েছিল একটি মিনি ম্যারাথনও। ডানলপ ফেরিঘাট থেকে শুরু হয়ে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠে শেষ হওয়া ৫ কিলোমিটার ব্যাপী এই দৌড়ে প্রায় ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। রঙিন পথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এক সদস্য জানান, ‘এই উদযাপন শুধু আনন্দের জন্য নয়, বরং সমাজে স্বাস্থ্য সচেতনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা