বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ছুটল বিহার এক্সপ্রেস, বাংলা বঞ্চিতই

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: বন্ধুর ছদ্মবেশে আদতে নরেন্দ্র মোদির ভাবমূর্তির সবথেকে বড় ক্ষতিটা করে চলেছেন নীতীশ কুমার। ২০০০ সাল থেকে ন’বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। অথচ আজ পর্যন্ত তিনি কোনওদিন নির্বাচনে গরিষ্ঠতা অর্জন করতে পারেননি। স্রেফ মোক্ষম সময়ে জোট বদল ও বন্ধুবদল করে টিকে গিয়েছেন বিহারের গদিতে। এই ভারসাম্য আর কেউ দেখাতে পারেননি ভারতের রাজনীতিতে। কিন্তু নীতীশ গত দু’বছর ধরে প্রমাণ করছেন যে, নরেন্দ্র মোদি নামক এক মহানায়ক আদতে কত দুর্বল। গরিষ্ঠতা হারানো মোদির কাছে আপাতত পাখির চোখ সঙ্ঘের এজেন্ডা পালন, হিন্দুরাষ্ট্র গঠন কিংবা বিকশিত ভারত নয়। তাঁর ধ্যানজ্ঞান একটাই—বিহার এবং অন্ধ্রপ্রদেশের দুই মুখ্যমন্ত্রীকে তুষ্ট রেখে যাওয়া। তারই প্রমাণ আরও একবার মিলল শনিবারের বাজেটে।  ভারতের বাজেটের বদলে নির্মলা সীতারামনের এজেন্ডা হয়ে দাঁড়াল বিহার এক্সপ্রেস এবং অন্ধ্র করিডর। কারণ বাজেট প্রস্তাবে এই দুই রাজ্যই সবথেকে বেশি উপহার পেয়েছে। সেটাই স্বাভাবিক। পাটনা ও হায়দরাবাদে বসে নীতীশ কুমার-চন্দ্রবাবু নাইডু নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রকে। কারণ, তাঁদের সমর্থনেই মোদি সরকার টিকে। অমৃতসর থেকে কলকাতা—শিল্প করিডরের কেন্দ্র পাঞ্জাব বা পশ্চিমবঙ্গে হবে না। তাহলে হবে কোথায়? বিহারের গয়ায়। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎকেন্দ্র, নতুন এয়ারপোর্ট, নতুন মেডিক্যাল কলেজ, নতুন ক্রীড়া পরিকাঠামো সেন্টার—সবকিছুর গন্তব্য বিহার। কোনও প্রকল্প ২৬ হাজার কোটির, কোনওটা ২১ হাজার কোটির। বছরের শেষে বিহারে ভোট। সুতরাং আগাম উপহার। এবং অন্ধ্রপ্রদেশ। চন্দ্রবাবু দু’টি ইন্ডাস্ট্রিয়াল করিডর পাচ্ছেন। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন তহবিল দেওয়া হচ্ছে। ব্রাত্য? কার্যত বাকি সব রাজ্য। বিশেষত বাংলা। 
আগামী বছর অসমে ভোট। তাই তাদের জন্য কয়েকটি ঘোষণা আছে। কিন্তু বাংলা নিয়ে মোদি সরকারের আগ্রহ নেই। তাই একটিও প্রকল্প অথবা আর্থিক প্যাকেজ পায়নি বাংলা। অথচ, দেশের মধ্যে সর্বাধিক ধান উৎপাদন হয় এখানেই। ভুট্টা উৎপাদনেও অন্যতম এই রাজ্য। তা কিন্তু কেন্দ্রের অজানা নয়। অথচ শনিবারের বাজেটে কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপর বঞ্চনার বড়সড় ঘা দিলেন নির্মলা। কারণ, কৃষি যার ভিত্তি, সেই বাংলাকে উপেক্ষা করে বিজেপি শাসিত অসমে ইউরিয়া ফ্যাক্টরি গড়ার ঘোষণা করেছেন তিনি। ‘শুধু ডাবল ইঞ্জিন হওয়াটাই একমাত্র মাপকাঠি? আর ধান উৎপাদনে এক নম্বর হয়েও তাই বেছে নেওয়া হল না বিরোধী পশ্চিমবঙ্গকে?’ প্রশ্ন তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আবার পাশের রাজ্য বিহারে জাতীয় খাদ্য প্রক্রিয়াকরণ ইনস্টিটিউট গড়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। অথচ, বাংলা এখনও উদ্যানপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণে দেশের অনেক রাজ্যের থেকে এগিয়ে। ‘এই কেন্দ্রও পশ্চিমবঙ্গে হওয়া উচিত ছিল’ বলেই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা