বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ব্যাগে সিগারেট-দেশলাই লুকিয়ে মেলায় ঢুকছেন অনেকে,  ধরা পড়লেই আবদার, ‘দু’টান দিয়েই ফেলে দেব’

অলকাভ নিয়োগী, বিধাননগর: বিপ বিপ শব্দ করে জ্বলে উঠল হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর। ‘ব্যাগে কী আছে?’ পুলিসের প্রশ্নে তরুণের কপালে দুশ্চিন্তার ভাঁজ। চেন টেনে বললেন, ‘স্যার, লাইটার’। ‘সঙ্গে সিগারেট আছে নাকি?’ এই প্রশ্ন শুনে যুবকের মুখ ছোট। উত্তর দিলেন, ‘হ্যাঁ’। ‘কিন্তু, লাইটার ও সিগারেট নিয়ে তো বইমেলায় ঢোকা যাবে না! ভিতরে আগুন জ্বালানো নিষেধ।’ পুলিসের কথা শেষ হওয়ার আগেই যুবকের আবদার,—‘স্যার, দু’টান দিয়েই ফেলে দেব।’
ঘটনাস্থল কলকাতা বইমেলা। গেটের মুখে এবার চলছে সিগারেট, বিড়ি, লাইটার, দেশলাই খোঁজার ‘তল্লাশি’। ঢোকার মুখে পুলিস এবং নিরাপত্তাকর্মীরা বেশিরভাগ মানুষকেই জিজ্ঞাসা করছেন, ‘সিগারেট, দেশলাই, লাইটার নেই তো?’ তাতেই চাপে পড়ে যাচ্ছেন স্মোকাররা। অনেকে বলছেন, ‘এবার বইমেলায় সিগারেট খেতে পাব না? আমরা খাব না সিগারেট?’ তবে পুলিসের পক্ষ থেকে আগুন নিয়ে সতর্ক করা হলেও মেলার ভিতর যে সিগারেট, লাইটার নিয়ে ঢুকছেন না কেউ এমন কিন্তু নয়। ব্যাগের ভিতর লুকিয়ে নিয়ে দিব্যি ঢুকে পড়ছেন অনেকে। কিন্তু খাচ্ছেন কোথায়? সব গেটে অবশ্য চেক হচ্ছে না।
লিটল ম্যাগাজিন ছাড়িয়ে প্রেস কর্নারের দিকে এগলেই পড়বে শৌচালয়। তার সামনে গিয়ে দেখা গিয়েছে, সুখটানের নিরাপদ জায়গা সেটি। লাইন দিয়ে দাঁড়িয়ে সকলে সিগারেট টানছেন। গল্প করতে করতে উড়িয়ে দিচ্ছেন সাদা ধোঁয়া। যেন চিমনি দিয়ে ধোঁয়া বেরচ্ছে। পাশেই স্টলের ছড়াছড়ি। তাঁদের সকলেই দেখতে পাচ্ছেন। এক সিগারেটপ্রেমী বলেন, ‘দ্বিতীয় দিন এসে ধরা পড়ে গিয়েছিলাম। আজ লুকিয়ে এনেছি।’ ‘কিন্তু বাইরে না খেয়ে ভিতরে আগুন জ্বালাচ্ছেন কেন?’ তাঁর উত্তর, ‘কষ্ট করে আবার বাইরে কে বেরবে? তাই বাথরুমই আমাদের ঠিকানা।’ মেলা প্রাঙ্গণের বাইরে বাস স্ট্যান্ডেও সিগারেটে টান দিচ্ছেন এক ঝাঁক তরুণ-তরুণী। তাঁরা বলেন, ‘সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবুও খাই। মেলায় এসে একটু সিগারেট না খেলে ঠিক জমে না। তাছাড়া বই ও লেখালেখির সঙ্গে সিগারেটের সম্পর্কও রয়েছে। তবে মেলার ভিতরে নয়। এই দেখুন, বাইরে টানছি। ভিতরে আগুন নিয়ে খেলব না।’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা