বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মাদকাসক্ত ছেলেকে ইট দিয়ে  মাথা থেঁতলে খুন মদ্যপ বাবার

সংবাদদাতা, বনগাঁ: রাতে ঘুমন্ত পাণ্ডবদের খুন করেছিলেন মহাভারতের অশ্বত্থামা। হেরোইনের নেশায় প্রচণ্ড জ্বালাতন করতে থাকা ছেলেকে সরাতে একই নীতি নিলেন বাবা। সন্ধ্যায় মদ্যপ অবস্থায় এসে ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মিলনপল্লি এলাকায়। মৃত যুবকের নাম আশিস বিশ্বাস (৩০)। অভিযুক্ত বাবা অমল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিস। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রমরমিয়ে মাদকের কারবার চলছে। থানায় একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। এই কারবারের জন্যই এমন ঘটনা ঘটে গেল।
বাবা ও মায়ের সঙ্গেই থাকতেন একমাত্র ছেলে আশিস। তিনি সেভাবে কোনও কাজ করতেন না। বরং হেরোইনের নেশায় আসক্ত ছিলেন। বাবা অমল বিশ্বাস শারীরিক প্রতিবন্ধী। ঠিক করে কথা বলতে পারেন না। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। তবে তিনিও নিয়মিত মদ ও গাঁজার নেশা করতেন বলে স্থানীয়দের দাবি। মা দিপালী বিশ্বাস বিড়িশ্রমিক। অভিযোগ, নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝামেলা হতো ছেলের। টাকা না দিলে বাবাকে মারধর করতেন তিনি। শুক্রবার দুপুরেও বাবার সঙ্গে ছেলের ঝামেলা হয়। এরপর সন্ধ্যায় ঘরে শুয়েছিলেন আশিস। বাবা মদ্যপ অবস্থায় বাড়ি এসে ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে মাথায় একের পর এক আঘাত করতে থাকেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আশিস সারাদিন হেরোইনের নেশায় বুঁদ হয়ে ঘুরে বেড়াতেন। কিছুদিন আগে নেশার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের চেষ্টাও করেন। তাছাড়া মাঝেমধ্যেই বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতেন। এদিকে, বিষয়টি নিয়ে পুলিসকে দায়ী করেছে বিজেপি। তাদের দাবি গাঁজা, হেরোইনের কারবার বনগাঁয় কুটিরশিল্প হয়ে দাঁড়িয়েছে। সেই মাদকের কারবার বন্ধ করতে এলাকার বাসিন্দারা থানায় ডেপুটেশনও দিয়েছিলেন। পুলিস পদক্ষেপ করলে এই ঘটনা ঘটত না।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা