বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ট্রেন বাতিল : কাজে পৌঁছতে দেরি সরস্বতী প্রতিমা নিয়েও কালঘাম ছুটল

নিজস্ব প্রতিনিধি, ও সংবাদদাতা: চিত্র ১: সকাল ৯টা। ভিড় ঠাসা বারুইপুর স্টেশনে আপ ডায়মন্ডহারবার শিয়ালদহ লোকাল ঢুকতেই হুড়মুড়িয়ে ট্রেনে ওঠার চেষ্টা শুরু যাত্রীদের মধ্যে। কোনওমতে কিছু লোক উঠতে পারলেও অনেকেই বাধ্য হয়ে ট্রেন ছেড়ে দিলেন। বিশেষ করে মহিলারা ভিড় দেখে পিছু হটেন।
চিত্র ২: সময় তখন ১২টা ৪৩ মিনিট। সোনারপুর স্টেশনে ঘোষণা করা হল, আপ নামখানা শিয়ালদহ লোকাল আসছে। প্ল্যাটফর্মে ছড়িয়ে-ছিটিয়ে ভালোই ভিড় রয়েছে। অনেকেই সরস্বতী প্রতিমা কিনে পুজোর বাজার নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। কিন্তু ছোট, মাঝারি, বড় প্রতিমা নিয়ে অনেকেই ওঠার চেষ্টা করলেও ভিড়ের ঠেলায় পিছু হটতে হয় তাঁদের। শনিবার সোনারপুর স্টেশনে এমনই চিত্র ধরা পড়ল।
বালিগঞ্জ এবং কাঁকুরগাছির মধ্যে ইন্টারলকিংয়ের কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০৮টি ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে বারুইপুর এবং সোনারপুর লোকালের সংখ্যা সব থেকে বেশি। ফলে শনিবার সকালে ডায়মন্ডহারবার, নামখানা এবং লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহগামী ট্রেনগুলি বারুইপুর স্টেশনে ঢুকতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনেক যাত্রীই ট্রেনে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। কয়েকজন কলেজ পড়ুয়া হতাশ হয়ে বললেন, আজ আর প্রথম ক্লাস করা হবে না। পরীক্ষা দিতে পারবেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন কয়েকজন। এনআরএসের এক নার্স বলেন, ঠিক সময়ে কাজে যোগ দিতে পারব না।
ভিড় ট্রেন এড়াতে অনেককে সড়কপথে অফিস বা অন্যান্য কাজে যেতে দেখা গেল। বারুইপুর স্টেশনের বাইরে গড়িয়া যাওয়ার অটো ধরার লাইন ছিল দীর্ঘ। অফিস টাইমে এমন লাইন আগে দেখা যায়নি বলেই দাবি চালকদের। আর সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।
সাধারণত অফিস টাইমে একাধিক বারুইপুর-শিয়ালদহ লোকাল রয়েছে। তাই অফিসযাত্রীদের একটা বড় অংশ এই ট্রেনগুলিতে উঠে পড়েন। কিন্তু এদিন সেই লোকালই না থাকায় সমস্যা হয়।
অন্যদিকে, বজবজ-শিয়ালদহ শাখায় যাত্রীদেরও হয়রান হতে হয়েছে। বজবজ থেকে নিউ আলিপুর পর্যন্ত আপ ও ডাউন ট্রেন চলেছে। তারপর সেখান থেকে যাত্রীদের বাসে করে বালিগঞ্জ না হলে অন্য পথে শিয়ালদহ যেতে ও আসতে হয়েছে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা