বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

প্রতিকূল পরিস্থিতিতে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের মনোবল বাড়ালেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘প্রাউড অব ইউ। আপনারা ভালো কাজ করছেন। যে রিপোর্ট জমা পড়েছে, তার ভিত্তিতে বলছি, রোস্টার মেনে ভালো কাজ হচ্ছে। গত চার মাসে কোনও অবৈধ নির্মাণ হয়নি শহরে।’ শনিবার বিল্ডিং বিভাগের সব স্তরের আধিকারিককে নিয়ে বৈঠকে এভাবেই তাঁদের কাজের প্রশংসা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বছরখানেক আগে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর বৈঠক ডেকে এই আধিকারিকদেরই তীব্র ভর্ৎসনা করেছিলেন মেয়র। সম্প্রতি বাঘাযতীনে বাড়ি হেলে পড়ার পর শহরের বিভিন্ন জায়গা থেকে একই ধরনের খবর আসছে। কাঠগড়ায় দাঁড়াচ্ছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। পাশাপাশি, বাড়ি ভাঙতে গিয়ে বাধা ও বিক্ষোভ, এমনকী আক্রান্ত পর্যন্ত হতে হচ্ছে পুরকর্মীদের। এই পরিস্থিতিতে এদিনের বৈঠকে মেয়র এভাবে ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহিত করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বাঘাযতীন থেকে ট্যাংরা, তপসিয়া থেকে মানিকতলা, শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ির খবর সামনে আসছে। বেশিরভাগই পুরনো নির্মাণ। বেআইনি নির্মাণ কেন আটকানো যাচ্ছে না, তা নিয়ে আক্রমণ জোরালো করছে বিরোধীরা। এই আবহে বেআইনি নির্মাণ আটকাতে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের রোস্টার ডিউটি চালু করা হয়। পুরসভার দাবি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা অলিগলি ঘুরছেন। ছবি তুলে অ্যাপে আপলোড করছেন। ফলে সহজেই বেআইনি নির্মাণ ধরা পড়ছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, বাঘাযতীনের মতো এলাকায় আক্রান্ত হতে হয়েছে পুরকর্মীদের। সেই সমস্যার কথা স্বীকার করে নিয়ে এদিন মেয়র বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনারা নিগৃহীত হয়েছেন। তবুও ডিউটি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনাদের ধন্যবাদ। আপনারা শুধু খোঁজ দিন। অবৈধ নির্মাণ বন্ধ করার দায়িত্ব আমার।’ যাঁরা ভালো কাজ করবেন, পরবর্তীকালে তাঁদের জন্য ‘বিশেষ ইনাম’-এর ইঙ্গিতও দিয়েছেন মেয়র। কিন্তু ভুল করলে ফের তিরস্কার শুনতে হবে বলে সতর্কও করেছেন তিনি। পুর কমিশনার ধবল জৈন জানান, মাত্র চারটি ওয়ার্ডে এ সংক্রান্ত পারফরম্যান্স সন্তোষজনক নয়। 
এদিনের বৈঠকে নির্মাণ বর্জ্য নিয়েও সতর্ক হতে বলেছেন মেয়র। তিনি বলেন, ‘পাড়ায় পাড়ায় যখন ঘুরছেন, বেআইনি নির্মাণের পাশাপাশি দেখবেন কোথাও যেন রাবিশ (নির্মাণ বর্জ্য) না পড়ে থাকে বা কেউ যেন সেগুলি দিয়ে পুকুর ভরাট না করে। তেমন দেখলে ছবি তুলে নেবেন। আমরা পদক্ষেপ গ্রহণ করব।’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা