বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ছাড়ের তালিকার সিংহভাগ ক্যান্সার-ওষুধ সাধারণের আয়ত্তের বাইরে, দাম লক্ষাধিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৩৬টি জীবনদায়ী ওষুধের আমদানি শুল্কে সম্পূর্ণ ছাড় দিয়েছেন বলে ঘোষণা করেছেন। আরও ৬টি ওষুধে আমদানি শুল্কের পরিমাণ কমিয়ে মাত্র ৫ শতাংশ করার কথাও ঘোষণা করেছেন। পাশাপাশি আরও ৩৭টি জরুরি ওষুধ আমদানি শুল্কে ছাড় পেতে পারে, যদি ওষুধ নির্মাতারা রোগীদের সহায়তার জন্য পেশেন্ট অ্যাসিসটেন্ট প্রোগ্রাম করেন। যদিও এদিনকার ঘোষণায় দেশের সিংহভাগ ক্যান্সার রোগী বা তাঁদের পরিবার  আদৌ কতটা উপকৃত হবেন, তা নিয়েই বিস্তর সন্দেহ তৈরি হয়েছে। আর এমনটা মনে করছেন খোদ ক্যান্সার চিকিৎসকদেরই বড় অংশ। তাঁরা জানিয়েছেন, দেশের মোট ক্যান্সার রোগীর ৯০ শতাংশই ফুসফুস, মুখগহ্বর, ব্রেস্ট, সার্ভাইক্যাল, কোলোরেকটাম, ব্লাডার সহ ১০ ধরনের ক্যান্সারে আক্রান্ত। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষিত ছাড়ের ওষুধগুলির সিংহভাগই ক্যান্সার চিকিৎসার বিভিন্ন বহুজাতিক সংস্থার আকাশছোঁয়া দামের ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ওষুধ। সেগুলি সাধারণ মানুষের ক্যান্সার চিকিৎসায় বড়জোর ৫-১০ শতাংশ ক্ষেত্রে ব্য‌বহৃত হয়। ওষুধগুলির একমাসের খরচই ৫০ হাজার থেকে ২-৩ লক্ষ টাকা। তা ব্যবহার করতে হয় সারা জীবন। তাঁদের প্রশ্ন, এতে দেশের অধিকাংশ ক্যান্সার রোগীর কী উপকারটি হল? এছাড়া ওই তালিকায় রয়েছে রক্ত সংক্রান্ত এবং বিভিন্ন বিরল রোগের ওষুধ। দেশের কোটি কোটি মানুষ সুগার, প্রেশার, কোলেস্টেরল, স্ট্রোক, কিডনি প্রভৃতি ক্ষেত্রে ভোগান্তির রোগের ওষুধের দাম নিয়ে নাজেহাল। নিত্যপ্রয়োজনীয় এইসব ওষুধের দাম কমলে কোটি কোটি মানুষ উপকৃত হতেন। 
ওয়াকিবহাল মহলের একাংশ আবার এর মধ্যে বিদেশি ওষুধ কোম্পানিগুলির অত্যন্ত দামি ওষুধগুলির জন্য‌ ভার঩তের মতো ১৪০ কোটির দেশে বড় বাজার খুলে দেওয়ার গন্ধ পাচ্ছেন। ওষুধের পাইকারি দোকানদাররাও জানাচ্ছেন, যেসব ওষুধের আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে, সেগুলি কেনার ক্ষমতা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ছিল না। ছাড় পাওয়ার পরও কতটা থাকবে, সন্দেহ। বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ক্যান্সার রোগীদের রোজকার কেমোথেরাপির ওষুধ তো প্রায় দেখতেই পেলাম না তালিকায়। সিংহভাগই টার্গেটেড থেরাপি ও  ইমিউনোথেরাপির ওষুধ, যা সাধারণের আয়ত্তের বাইরে। তার ব্যবহারও হয় সীমিত ক্ষেত্রে। গতবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দেশের মা-মেয়েদের বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা দেওয়ার ঘোষণা করেছিলেন। বছর ঘুরল, কোথায় সেই টিকাকরণ? বিশিষ্ট অঙ্কোসার্জেন ডাঃ সৌরভ দত্ত ও অঙ্কোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুদীপ দাস বলেন, বছরে ভারতে ১৮-২০ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। এইসব শুল্ক ছাড় দেওয়া ওষুধ তাঁদের মধ্যে গুটিকতক মানুষ ব্যবহার করেন। আরও এক ক্যান্সার চিকিৎসক ডাঃ শ্রীকৃষ্ণ মণ্ডল বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তালিকায় ৫ শতাংশও ক্যান্সার মেডিসিনই রোজকার কেমোথেরাপিতে প্রয়োজন হয় না। কোটিপতি হলে তবেই অন্তিম পর্যায়ের ক্যান্সার রোগীদের পরীক্ষামূলক থেরাপি হিসেবে দেওয়া সম্ভব। কিন্তু উল্কার গতিতে বেড়ে চলা প্রধান ক্যান্সারগুলির নিরাময় বা চিকিৎসার সঙ্গে এই তালিকার ৯০-৯৫ শতাংশ ওষুধের সম্পর্কই নেই।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা