বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জলজীবন মিশনের মেয়াদ ২০২৮ পর্যন্ত বাড়াল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল জীবন মিশন কর্মসূচির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদি সরকার। শনিবার লোকসভায় ২০২৫-২৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ২০১৯ সালে এই কেন্দ্রীয় সরকারি কর্মসূচি চালু করা হয়েছিল। কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ওই কর্মসূচি চালু করে মোদি সরকার জানিয়েছিল যে, ২০২৪ সালের মধ্যে এর সম্পূর্ণ বাস্তবায়ন হবে। কিন্তু তা বাস্তবে তা হয়নি। এদিন সাধারণ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন, ২০১৯ সালে প্রকল্প চালুর পর থেকে ১৫ কোটি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে জল জীবন মিশনের আওতায় বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ গ্রামাঞ্চলের বাসিন্দাই তা পাচ্ছেন। 
অর্থাৎ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা থেকেই স্পষ্ট যে এখনও ২০ শতাংশ গ্রামাঞ্চলের মানুষ নলবাহিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতই রয়েছেন। পাশাপাশি সীতারামন এদিন এই প্রসঙ্গে বাজেট ঘোষণায় বলেছেন যে, জল সরবরাহের গ্রহণযোগ্যতা এবং দক্ষতা বজায় রাখতে কেন্দ্র আলাদাভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গেও ‘মউ’ স্বাক্ষর করবে। এদিনের এই ঘোষণাকে যথেষ্টই উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে যে, জল জীবন মিশন খাতে বাজেট বরাদ্দের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে এই খাতে সংশোধিত বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ২২ হাজার ৬৯৪ কোটি টাকা। ২০২৫-২৬ আর্থিক বছরে জল জীবন মিশন কর্মসূচির বাস্তবায়নে অর্থ বরাদ্দ করা হয়েছে ৬৭ হাজার কোটি টাকা। 
জলশক্তি মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মোট ১৯ কোটি ৩৬ লক্ষ ৯৩ হাজার ৩২৮টি গ্রামাঞ্চলের বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে গত ২৭ জানুয়ারি পর্যন্ত ১৫ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার ১৬৯টি বাড়িতে তা পৌঁছনো গিয়েছে। এর অর্থ, এখনও দেশের গ্রামাঞ্চলের ৩ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ১৫৯টি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা বাকি রয়ে গিয়েছে। তবে এই প্রায় চার কোটি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে না পারায় দায় প্রধানত অবিজেপি রাজ্যগুলির উপরই ছাড়া হয়েছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা