বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সব স্কুলে ইন্টারনেট সংযোগ, আসন বাড়ছে আইআইটিতে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আইআইটির আসন সংখ্যা ও পরিকাঠামো বৃদ্ধি থেকে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) সেন্টার অব এক্সেলেন্স ইন এডুকেশনে জোর। ২০২৫-২৬ আর্থিক বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির পথে হাঁটল মোদি সরকার।  শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের সমস্ত মাধ্যমিক স্কুলে  ইন্টারনেট সংযোগ প্রদানের কথাও জানিয়েছেন। এদিন বাজেট বক্তৃতায় তিনি বলেছেন,  মোদি সরকারের আমলে গত ১০ বছরে আইআইটিতে পড়ুয়াদের জন্য আসন (ক্যাপাসিটি) বেড়েছে। আইআইটিগুলিতে আগে মাত্র ৬৫ হাজার পড়ুয়ার ভর্তির সুযোগ ছিল। বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার। ২০১৪ সালের পর গড়ে ওঠা পাঁচটি আইআইটিতে আরও সাড়ে ছ’হাজার ছাত্রছাত্রীর পড়াশোনার সুযোগ থাকবে। পাটনা আইআইটির সম্প্রসারণও হবে। সমগ্র শিক্ষা অভিযান ও পিএম-পোষণ (মিড ডে মিল কর্মসূচি) প্রকল্পেও বাজেট বরাদ্দ গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগও বৃদ্ধি করা হবে। শনিবার সাধারণ বাজেট পেশ হওয়ার পর বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা - দু’টো ক্ষেত্রেই বাজেট বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। উচ্চ শিক্ষায় এবার বাজেট বরাদ্দের পরিমাণ ৫০ হাজার ৭৭ কোটি ৯৫ লক্ষ টাকা। এই পরিমাণ গতবারের তুলনায় প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি। আইআইটিগুলোর জন্য অর্থ বরাদ্দের পরিমাণ ১১ হাজার ৩৪৯ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আইআইটিগুলোর জন্য বাজেট বরাদ্দ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। উচ্চ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এক্ষেত্রে এবার বাজেট বরাদ্দ হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ৯৭ লক্ষ টাকা। 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউজিসি খাতে গতবারের থেকে প্রায় ৩৪ শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির জন্য ২০২৫-২৬ আর্থিক বছরে বাজেট বরাদ্দ হয়েছে ১৬ হাজার ৬৯১ কোটি ৩১ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১৫ হাজার ৯২৮ কোটি টাকা। শিক্ষামন্ত্রক জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ আর্থিক বছরে স্কুল শিক্ষা খাতে বাজেট বরাদ্দের পরিমাণ ৫ হাজার ৭৪ কোটি টাকা বেড়েছে। ২০২৫-২৬ আর্থিক বছরে স্কুল শিক্ষা খাতে বাজেট বরাদ্দ হয়েছে ৭৮ হাজার ৫৭২ কোটি টাকা। শিক্ষামন্ত্রকের দাবি, স্কুল শিক্ষা খাতে এটি সবথেকে বেশি বাজেট বরাদ্দ। বেড়েছে কেন্দ্রীয় বিদ্যালয় খাতে বাজেট বরাদ্দের পরিমাণও। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা