বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

১০০ দিনের কাজ-খাদ্যে বাড়ল  না বরাদ্দ, সারে ভর্তুকি ছাঁটাই!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আয়করে ছাড় থেকে মোবাইল, এলইডি টিভির যন্ত্রাংশ, ওষুধের আমদানি শুল্ক কমানো—বাজেটে একের পর এক চটকদার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। কিন্তু লুকিয়ে রইল অস্বস্তিকর গোপন কিছু অ্যাজেন্ডা। যেমন কমিয়ে দেওয়া হয়েছে সারের ভর্তুকি। বিগত বাজেটে সারে ভর্তুকি দেওয়া হয়েছিল ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। বাজেট নথিতে দেখা যাচ্ছে, এবার তা কমে ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। শহরে কাজের সন্ধান না পেয়ে ঘরমুখী পরিযায়ী শ্রমিকরা এখন গ্রামে গ্রামে আরও বেশি করে আবেদন করছে ১০০ দিনের কাজের জন্য। সেই গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হল না এক টাকাও। বিগত বাজেটের সংশোধিত বরাদ্দ ছিল ৮৬ হাজার কোটি টাকা। এবারও সেই অঙ্ক বদলায়নি। নির্বাচনের পর নির্বাচনে খাদ্য নিরাপত্তা প্রকল্পের সাফল্য গাথা প্রচার করে থাকে মোদি সরকার— রেশনে বিনামূল্যে দেওয়া হচ্ছে চাল-গম। বিগত বাজেটে খাদ্যে ভর্তুকি বরাদ্দ ছিল ২ লক্ষ ৫ হাজার কোটি টাকা। সেখানে ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে শনিবারের বাজেটে। অর্থাৎ ভর্তুকি ছাঁটাই!
গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার জন্য এই তিন প্রকল্প সবথেকে গুরুত্বপূর্ণ। এই তিন খাতে বিগত বাজেটে বরাদ্দ হয়েছিল ৪ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা। আর এবার প্রস্তাবিত ব্যয় বরাদ্দ ৪ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা। এখানেই শেষ নয়, পূর্ববর্তী বাজেটে সাড়ে ১৪ হাজার কোটি টাকা ধার্য হয়েছিল এলপিজি ভর্তুকিতে। এবার তা ১২ হাজার কোটি! এদিন বাজেটে এই ভর্তুকি কমে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে তাবৎ সরকারি তেল সংস্থার শেয়ারে পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ছে। জল্পনা চলছে তেল সংস্থাগুলি সম্ভবত আবার পেট্রপ঩ণ্যের দাম বাড়াতে পারে। তার মধ্যে এলপিজি ভর্তুকি কমিয়ে দেওয়ায় তেল সংস্থার লোকসান আরও বাড়বে। আর স্বাভাবিকভাবেই তারা পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পথে হাঁটবে।
১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে বিগত ডিসেম্বর মাস পর্যন্ত ৮২ হাজার কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে। কিন্তু চাহিদা ঊর্ধ্বগামী। ৩১ মার্চ আসতে দেরি আছে। সুতরাং আরও টাকা দরকার। গ্রামোন্নয়ন মন্ত্রক অতিরিক্ত অর্থ চেয়ে অর্থমন্ত্রকে চিঠিও দিয়েছে। কিন্তু চলতি অর্থবর্ষে অতিরিক্ত বরাদ্দ নিয়ে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না। আর তারই মধ্যে বাজেটে আগামী আর্থিক বছরের বরাদ্দও বাড়ানো হল না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘এই প্রকল্পে বরাদ্দ কম-বেশি নিয়ে প্রতি বছর বাজেটের পর প্রশ্ন করা হয়, যার কোনও মানেই হয় না। কারণ, এই ১০০ দিনের কাজের প্রকল্প হল কাজের দাবি ও চাহিদা ভিত্তিক। দাবি বাড়লে বরাদ্দ বাড়ানো হবে। আগাম বাড়ানো হবে কেন?’ কিন্তু দাবি তো বাড়ছে! বস্তুত এই প্রকল্পই গ্রামীণ কর্মসংস্থানকে বঁচিয়ে রাখছে। কিন্তু সেই স্বীকৃতি কি পাচ্ছে এই প্রকল্প? পাচ্ছে না। দেড় ঘণ্টার বাজেট বক্তৃতায় এই প্রকল্পের নাম উচ্চারণই করলেন না অর্থমন্ত্রী! 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা