বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

পরনে দুলহারির মধুবনী শাড়ি, ‘ভোট-বার্তা’ নির্মলার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষে বিহারে বিধানসভা ভোট।  শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ  করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের শিরোনাম ‘মধুবনী শাড়ি, বাজেট বিহার’ বললে কোনও ভুল হয় না। অফ-হোয়াইট বেঙ্গালোর সিল্কের শাড়িতে মিথিলার মধুবনী প্রিন্ট। শাড়ির জমিতে সুতো দিয়ে আঁকা পদ্মফুল। এমব্রয়ডারির দৃষ্টিনন্দন কাজ।   এই শাড়িটি বুনেছেন বিহারের তাঁতি দুলহারি দেবী। গত নভেম্ভর মাসে সীতারামন সৌরথের মিথিলা প্রিন্টিং ইনস্টিটিউটে গিয়েছিলেন। সেই সময় তাঁকে এই শাড়িটি উপহার দেওয়া হয়েছিল। আর বিহারের ভোটের কথা মাথায় রেখে এদিন তাৎপর্যপূর্ণভাবে ওই শাড়িটিই বেছে নিলেন অর্থমন্ত্রী। লাল সিল্কের ব্লাউজের সঙ্গে মধুবনী শিল্পের শাড়ি। কাঁধে শাল। 
সংসদে আসার আগে প্রথামাফিক গেলেন রাষ্ট্রপতি ভবনে। বাজেট পেশের আগে প্রথমে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার শিলমোহর। আনুষ্ঠানিক এই পর্ব শেষে লোকসভায় বাজেট পেশ হয়। এটাই হল রীতি। নির্মলাকে এদিন নিজের হাতে রুপোর চামচে রুপোর বাটিতে রাখা পায়েস খাওয়ালেন রাষ্ট্রপতি। সংসদ ভবনের দোতলায় বসল নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট। 
এদিন বাজেট বক্তৃতা শুনতে লোকসভার গ্যালারিতে দেখা গেল অর্থমন্ত্রীর বাবা মা নারায়ণ সীতারামন এবং সাবিত্রী সীতারামনকে। পাশে কন্যা পারাকলা। মা এলেন হুইলচেয়ারে। বাজেট বক্তৃতা শেষে লোকসভার কক্ষ থেকে স্পিকার গ্যালারিতে পরিবারের লোকজনের দিকে তাকিয়ে হাত নাড়লেন মাদুরাইয়ের মেয়ে নির্মলা। তাঁর দিকে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী। বাজেট উপহার দেওয়ার জন্য দিলেন বাহবা। সভা থেকে বেরিয়ে তাঁকে মুখোমুখি পেয়ে জানতে চাইলাম, কী বললেন প্রধানমন্ত্রী? জানালেন না। শুধু মুচকি হেসে বললেন, সেটা ছেড়ে দিন। আগে বলুন আপনারা খুশি কিনা? 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা