বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মাঝেই সিবিআইয়ের জন্য বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ‘লক্ষ্মীলাভ’ হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামাণের বাজেট ঘোষণায়। তদন্ত নিয়ে ঢিলেমি, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন এবং সাফল্য নিয়ে নানা বিতর্ক থাকলেও, ২০২৫-২৬ অর্থবর্ষে সিবিআইয়ের জন্য বরাদ্দ হয়েছে ১০৭১.০৫ কোটি টাকা। গতবছরের তুলনায় যা ৮৪.১২ কোটি টাকা বেশি। সিবিআইকে আরও আধুনিক, প্রযুক্তি সমৃদ্ধ, দপ্তর ও আধিকারিকদের আবাসস্থলের সংখ্যা বাড়ানোর মতো ক্ষেত্রে আরও জোর দিতেই এই বরাদ্দবৃদ্ধি বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। প্রসঙ্গত, চলতি  অর্থবর্ষে (২০২৪-২৫) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল ৯৫১.৪৬ কোটি টাকা। পরে সিবিআইয়ের অনুরোধে তা বেড়ে দাঁড়িয়েছিল ৯৮৬.৯৩ কোটি টাকায়। বরাদ্দ বাড়লে, সিবিআইয়ের গ্রহণযোগ্যতা কি বেড়েছে? পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে সংস্থার গ্রহণযোগ্যতা এখন তলানিতে। বহু মামলা বিশ বাঁও জলে। সাজা দেওয়ানোর ক্ষেত্রেও সিবিআইয়ের সাফল্য হ্রাসমান। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসেবে গোটা দেশে মোট ৬৯০০টি দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এরমধ্যে ২১০০ মামলার বিচার চলছে ১০ বছর থেকে ২০ বছর সময় ধরে। এই পর্বেই ৩৬১টি এমন দুর্নীতির মামলা রয়েছে সিবিআইয়ের, যেগুলি ২০ বছরের বেশি সময় ধরে চলছে। বাজেট বরাদ্দ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার হারানো ‘বিশ্বাসযোগ্যতা’ ফিরিয়ে আনতে পারে কি না, এখন সেটাই দেখতেব মুখিয়ে গোটা দেশ।    
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা