বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি

গোধূলিবেলায় মনোরম মেদলায়

শীতের সময় ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা ডুয়ার্সের আনাচে কানাচে। এমনই এক সময় ডুয়ার্সের বিভিন্ন জায়গায় কয়েক দিনের জন্য আস্তানা গেড়েছিলাম। চালসার এক রিসর্ট থেকে লাটাগুড়ি জঙ্গলের একদম কাছে মূর্তি নদীর ধারে রামসাই বনবস্তি এলাকায় অবস্থিত মেদলা ওয়াচ টাওয়ারের দিকে রওনা হলাম দ্বিপ্রাহরিক আহারের পর।ডুয়ার্সের একটা অনবদ্য সৌন্দর্য আছে। এখানকার চা বাগান, নদী, অরণ্য, পাহাড়— এদের মধ্যে কোনও না কোনও এক বন্ধুর সঙ্গে দেখা হবেই। নীলাকাশ-সবুজের মেলবন্ধনে সৃষ্ট এক অদ্ভুত রঙিন কোলাজ, পাহাড়কে আশ্রয় করে মাঝে মাঝে খেয়ালি মেঘবালিকার দামালপনা আর রোদ্দুরের সঙ্গে তার লুকোচুরি খেলা— এই সবই ডুয়ার্সের নিসর্গচিত্রের চিরস্থায়ী বন্দোবস্ত।
গোরুমারা অভয়ারণ্যের একটি অন্যতম সাফারি হল মেদলা ওয়াচ টাওয়ার সাফারি। তবে এই সাফারির বৈশিষ্ট্য মোষের গাড়িতে চড়ে বেড়ানো। গ্রামবাংলার জনপ্রিয় মোষের গাড়ি কালের নিয়মে এখন লুপ্তপ্রায়। এখানে গেলে দেখবেন সেই স্মৃতির ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্য টিকে রয়েছে রামসাইতে। গোরুমারা জাতীয় উদ্যানের পূর্ব দিকে রামসাই বন এবং গ্রাম। এখান থেকে গোরুমারা অরণ্যের অতুলনীয় বৈচিত্র্য চোখে পড়ে। বন্যপ্রাণীদের আনাগোনা বেশি থাকায় তাদের চাক্ষুষ করার সম্ভাবনাও এখানে বেশি। রামসাই বনের অন্যতম আকর্ষণ ভিউ স্পট মেদলা ওয়াচ টাওয়ার। এটি সারাবছরই খোলা। রামসাই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রায় ৫০০ মিটার মোষের গাড়িতে করে একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে আরও প্রায় ৫০০ মিটার হেঁটে পৌঁছতে হয় মেদলা ওয়াচ টাওয়ারে। সাফারি হয় চারটে শিফটে  সকাল ৬:৩০, ৯:০০, আবার দুপুর ১:০০ আর বিকেল ৩:৩০। তবে ৩:৩০-র সময় যে সাফারি হয় শুধুমাত্র তখনই আদিবাসী নৃত্য দেখা যায়। সেক্ষেত্রে টিকিটের সঙ্গে ৬০ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে। একজন গাইড দিয়ে দেওয়া হয় তার চার্জও ধরা থাকে টিকিটের সঙ্গেই। সাফারি শুরু হবে সাড়ে তিনটে। হাতে অনেকটা সময় থাকায় ঘুরে দেখে নিলাম সুদৃশ্য রামসাই রাইনো কটেজ। টিকিট কাউন্টারের ঠিক পিছনেই আকর্ষণীয় রামসাইয়ের জনপ্রিয় প্রজাপতি পার্ক এবং প্রজনন কেন্দ্র। রামসাই রাইনোর চারটি সুদৃশ্য কটেজ অভয়ারণ্যর নামেই—গোরুমারা, জলদাপাড়া, মানস আর কাজিরাঙা। ঘড়িতে ৩:২০ বাজে দেখে গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কালিপুর ইকো ভিলেজের সামনে। ওখান থেকেই মোষের গাড়ি চড়তে হবে। এখানে ৮টি মোষের গাড়ি। প্রতি গাড়িতে ১০ জন। চিরহরিৎ বৃক্ষের ছায়াঘেরা পথের দু’পাশে নানা দৃশ্য দেখতে দেখতে মোষের গাড়িতে রওনা দিলাম। ডানদিকে মোহময়ী চা-বাগানের পাশে দেখা যায় ড্রেনের মতো কিছু জায়গা। গাইড জানালেন এখানেই স্ত্রী লেপার্ড বাচ্চা দেওয়ার সময় আশ্রয় নেয়। কারণ তাদের জগতে পুরুষ চিতাবাঘ সদ্যোজাতদের খেয়ে নেয়। অনেক সময় গ্রাম থেকে ছাগল, বাছুরও চলে আসে দলচ্যুত হয়ে। লেপার্ডরা তাদের খুব সহজেই ধরে খেতে পারে। বাঁ-দিকে বনবিভাগের রিজার্ভ ফরেস্ট। এখানে বাকি চারটি ওয়াচ টাওয়ার চাপরামারি, চন্দ্রচূড়, যাত্রাপ্রসাদ আর চুকচুকি। পথে দেখতে পাই ইলেকট্রিক তারের ফেন্সিং। গাইড বললেন, ওগুলো হাতির পাল আটকানোর জন্য। সন্ধ্যা ৬টার পর বিদ্যুৎ দেওয়া হয় যাতে তারা জঙ্গল থেকে আসতে না পারে। কারেন্ট শুধু ঝটকা দেয়, মেরে ফেলার জন্য নয়। তবে দাঁতালরা অনেক সময় বড় বড় গাছ তারের ওপর ফেলে তার ছিঁড়ে গ্রামে প্রবেশ করে। ভাবলাম সত্যিই তো এ যে তাদেরই এলাকা। গাইড ভাই মাঝে মাঝে ফাঁকা জায়গা দেখিয়ে বলছিলেন এখানে আগে ধান চাষ হতো। হাতিদের উৎপাতে বন্ধ। তাই এখন মূর্তি নদী আর জলঢাকার মাঝখানে কৃত্রিমভাবে গ্রাসল্যান্ড তৈরি করা হয়েছে যাতে শীতকালে জঙ্গলে খাওয়ার অভাব দেখা দিলে তারা সেখানে গিয়ে খেতে পারে। মেদলা ক্যাম্পে গিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা হেঁটে মেদলা ওয়াচ টাওয়ারে উঠে দেখতে পাই মূর্তি নদীর তীরে হাতি বাইসনের জল খাওয়া। নানা পাখির উড়ে বেড়ানোও নজর কাড়ে। জানতে পারি এখানে ২৬৬ প্রজাতির পাখি আর ৪৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। ঘুরে বেড়াচ্ছে ময়ূর, বন্য শুয়োর। প্রচুর মাটি তুলে এক জায়গায় জড়ো করে বলে স্থানীয়রা বন্য শুয়োরদের নাম দিয়েছেন ‘ট্রাক্টর’। এখানে তিন নদীর সহাবস্থান— মূর্তি, জলঢাকা ও ডায়না। গোধূলি রঙের অলসবেলায় রবি অস্তাচলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই ফেরার পথ ধরি। দিনান্তের নিভে আসা আলোর শেষ রোশনাই দেখা যায় উন্মুক্ত সবুজ প্রান্তরে।
কীভাবে যাবেন: শিয়ালদহ বা হাওড়া থেকে এনজেপি বা আলিপুরদুয়ারগামী অনেক ট্রেন আছে।
কোথায় থাকবেন: থাকার জায়গা বনদপ্তরের রামসাই রাইনো কটেজ আর কালিপুর ইকো ভিলেজ। এখানে থাকলে হাতি সাফারির অগ্রাধিকার দেওয়া হয়।      
নন্দিতা মিত্র
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা