বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি

গুড স্লিপ এসি আনল স্যামসাং

রাতের ঘুমকে আরও আরামদায়ক করতে এগিয়ে এল স্যামসাং। গুড স্লিপ মোড-সহ নতুন ফিচারের এসি বাজারজাত করল এই সংস্থা। ঘুমের পর্যায় অনুযায়ী তাপমাত্রার সামঞ্জস্য রাখবে উইন্ডফ্রি এয়ার কন্ডিশন। মানুষের ঘুমের মোট পাঁচটি পর্যায় হয়। প্রতিটি পর্যায়ে ঘুমের গভীরতা ভিন্ন। সাধারণত প্রতি পর্যায় প্রায় ৯০মিনিট স্থায়ী হয়। সারারাত ধরে, প্রায় চার থেকে ছ’বার এই চক্রটির পুনরাবৃত্তি ঘটে। প্রতিটি পর্যায়ে তাপমাত্রার চাহিদাও বদলায়। যেমন, ঘুমের গভীর পর্যায়ে যাওয়ার সময় শরীরের তাপমাত্রা এবং রক্তচাপ সবচেয়ে বেশি হ্রাস পায়, তাই তখন বাইরের তাপমাত্রা আরও উষ্ণ হওয়া দরকার। এসব খুঁটিনাটি দিকে খেয়াল রাখতেই এসেছে ‘গুড স্লিপ মোড’। মাঝেমধ্যেই দেখা যায়, মাঝরাতে গরমে বা প্রবল ঠান্ডায় ঘুম ভেঙে যায়। তখন উঠে এসির মোড বদলে আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়া হয়। এই মাঝরাতের ঘুম ভাঙাকেই রুখতে চাইছে স্যামসাং। প্রতিটি মানুষের ঘরের তাপমাত্রা ও সময়ের সঙ্গে তার ঘুমের পর্যায় বুঝে ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সেট করতে পারবে উইন্ডফ্রি এসি। গ্যালাক্সি ওয়াচ সিরিজ ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসের সঙ্গে এই ‘গুড স্লিপ’ মোড সংযুক্ত করে রিমোটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। গ্যালাক্সি ওয়াচ সিরিজের সেটিংসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনার অন বা অফ করতে পারবেন গ্রাহকরা। ঘড়িটি পরে ঘুমানোর আগে এই কনফিগারেশন করে নিন। ঘুমিয়ে পড়লে ঘড়িতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বয়ংক্রিয়ভাবে আরামদায়ক ঘুমের জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। সারারাত ধরেই প্রয়োজন অনুসারে তাপমাত্রা কমিয়ে-বাড়িয়ে আপনার ঘুমকে নিশ্ছিদ্র ও সুখের করে তুলবে।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা