বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি

 টুকরো  খবর

খুকুমণি ব্র্যান্ড-এর নবতম সংযোজন ‘সেভেন ওশান’
• পাঁচ দশকেরও বেশি সময় ধরে উন্নত মানের আলতা, সিঁদুর, কাজল, লিপস্টিক, বডি অয়েল-সহ নানা কসমেটিক্স পণ্য বাজারজাত করছে ‘খুকুমণি ব্র্যান্ড’। ১৯৭১ সাল থেকেই বাঙালির ঘরে ঘরে খুকুমণির আলতা, সিঁদুর ও কসমেটিক্স ছ঩ড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন গোপীকান্ত রায়চৌধুরী, শ্রীকান্ত রায়চৌধুরী ও সন্ধ্যা রায়চৌধুরী। পরে পারিবারিক এই ব্যবসাকে আরও উন্নত করেন সংস্থার বর্তমান চেয়ারম্যান ও এমডি প্রদীপ রায়চৌধুরী ও সোমা রায়চৌধুরী। ব্যবসা ছাড়ায় পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের নানা রাজ্যে। সংস্থার হাল ধরেছেন আধুনিক প্রজন্ম। অরিত্র রায়চৌধুরী, রিয়া রায়চোধুরী ও দূর্বা রায়চৌধুরীর তত্ত্বাবধানে শুরু হয়েছে নতুন কসমেটিক্স ব্র্যান্ড সেভেন ওশান। লিপস্টিক ও বডি অয়েলের মতো নতুন প্রোডাক্ট বাজারজাত করছে এই ব্র্যান্ড।
ড্রাইভ হৃদয়া’-র ক্যালেন্ডার প্রকাশ
• গত ১৯ জানুয়ারি, ২০২৫  স্প্রিং ক্লাবে অন্তত ২০০টিরও বেশি গাড়ি নিয়ে অনুষ্ঠিত হল ড্রাইভ হৃদয়া কার র‌্যালি। এটি ছিল ষষ্ঠ সিজন। সেদিন ‘ড্রাইভ হৃদয়া’ সিজন ৬-এর মঞ্চে একটি ক্যালেন্ডারও প্রকাশিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমন ভার্মা, সিদ্ধার্থ ঘোষ, সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষ। হৃদয়া-র পক্ষ থেকে হাজির ছিলেন সুরজিৎ কালা, অপূর্ব বর্মন প্রমুখ। সামাজিক নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিশুদের হার্ট সার্জারির উদ্দেশ্যে এই কার র‌্যালি অনুষ্ঠানটি আয়োজন করে রোটারি ক্লাব অব কলকাতা ওল্ড সিটি। এবছর ছিল ষষ্ঠ সিজন, এই উদ্যোগের মাধ্যমে ৫০ জন শিশুর হার্ট অপারেশন সফলভাবে সম্ভব হয়েছে। এবার সুরজিৎ কালার  সহযোগিতায় একটি আকর্ষণীয় ক্যালেন্ডার ‘রফি অ্যান ইটারনাল দিল কানেকশন’ প্রকাশ পেল। মহম্মদ রফির কিছু হৃদয়স্পর্শী গানের কথার পাশাপাশি নানা মেজাজের ছবি রয়েছে এই ক্যালেন্ডারে। ‘ড্রাইভ হৃদয়া’ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যালেন্ডার।  
পেনাং রোড শো, আয়োজনে মালয়েশিয়া
• আকর্ষণীয় সমুদ্র সৈকত ও চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই ভারতীয় পর্যটকদের একাংশ ছুটে যান মালয়েশিয়ায়। এবার তাঁদের সামনে পেনাং-কে সাজিয়ে আরও চিত্তাকর্ষকভাবে তুলে ধরতে চাইছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার উত্তরে অবস্থিত পেনাং। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। ইতিমধ্যেই পর্যটক টানতে এখানকার সরকার ভিসা ছাড়ের মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে। গত ১৭ জানুয়ারি কলকাতায় পেনাং রোড শো-র আয়োজন করে পেনাং কনভেনশন অ্যান্ড এগজিবিশন ব্যুরো। মুম্বই, চেন্নাই ও নিউ দিল্লিতেও এমন রোড শো আয়োজিত হয়। ‘ডিসকভার পেনাং’ থিমে এবছর সেজেছিল এই রোড শো। ভারতীয় পর্যটকদের কাছে পেনাং-এর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যবসায়িক ইভেন্টের সুযোগ তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। তথ্য অনুসারে, ২০২৪ সালে প্রায় ১,৯০০ ইভেন্টের আয়োজন হয় পেনাংয়ে। আয় হয় প্রায় ১২৭ কোটি রিঙ্গিত। উপস্থিত অতিথিদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়। তাই মালয়েশিয়া সরকারের আশা, ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করলে পর্যটক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে প্রদর্শনী ও আনন্দমেলা
আদি বালিগঞ্জ উইমেন’স কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে আনন্দমেলা ২০২৫। ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। এখানে পাবেন ফ্যাশনেবল পোশাকের সম্ভার, নানারকম গয়না, হাতের কাজের বিভিন্ন সামগ্রী, ঘর সাজানোর নানারকম জিনিস থেকে শুরু করে লাইভ মিউজিক ও ফুড স্টল। শীত মানেই একটু ভিন্ন স্বাদের খাওয়াদাওয়ার আয়োজন। সেই মতোই মিষ্টি নোনতা সবরকমই পাবেন এই ফুড স্টলে। এছাড়া অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মমাসে (১৯ জানুয়ারি) এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই মেলায়। এ বছরটা বিশেষ কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের নব্বইতম জন্মদিনের পাশাপাশি ফেলুদার ষাট বছর এবং ‘সোনার কেল্লা’ ছবির ৫০ বছর পূর্তিও হচ্ছে। সেই উপলক্ষ্যে সৌমিত্রর ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। উদ্বোধনে ছিলেন সৌমিত্র-কন্যা পৌলোমী চট্টোপাধ্যায়।  
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা