নানারকম

স্তব্ধ হয়ে যাওয়া তারুণ্য

তাপস কাঁড়ার: চলচ্চিত্রে আত্মজীবনীমূলক ছবি দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু নাটকের ক্ষেত্রে এই ধরনের উপস্থাপনা কম দেখা যায়। বায়োড্রামা মঞ্চায়নের আগে বিস্তর গবেষণার প্রয়োজন। কারণ নাটকের স্বল্প পরিসরে পুরো বিষয়কে উপস্থাপন করা সহজ নয়। এই কঠিন কাজটাই করার চেষ্টা করেছে বৈতালিক নাট্যগোষ্ঠী। কবি সুকান্ত ভট্টাচার্যর বায়োড্রামা তাদের নবতম প্রয়াস। নাট্যকার অশোক দে-র নির্দেশনায় ‘একটি রানারের মৃত্যু’ সম্প্রতি গিরিশ মঞ্চে মঞ্চস্থ হয়।
এই বায়োড্রামায় কবির জীবনের বিশেষ অধ্যায়কে একত্রিত করে তাঁর সম্পূর্ণ জীবনের রূপরেখা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক। সুকান্তর ছোটবেলার ঘটনা দিয়ে নাটকের শুরু। ক্রমান্বয়ে তাঁর কৈশোর, যৌবনের প্রতিটি লড়াইয়ের এক একটা পর্বকে তুলে ধরা হয়েছে। এই নাটকে বহু চরিত্রের সমাবেশ। কৈশোরের সুকান্তর ভূমিকায় শুভ্রনীল সাহা রায়ের অভিনয় নজর কাড়ে। সংলাপে সামান্য বিচ্যুতি ঘটলেও অভিনয়ের গুণে তা চাপা পড়ে যায়। স্কুলের প্রতি আগ্রহ না থাকলেও কবিতার প্রতি সুকান্তর ঝোঁক ছিল রানি দিদির (মৌ প্রিয়া দাস) সৌজন্যে। ছোটবেলায় মা ও পরে রানি দিদিকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন সুকান্ত। পরবর্তীতে দাদা (শঙ্কর ঘোষ) ও বউদি (অরুন্ধতী চৌধুরী) তাঁর অবিভাবকের দায়িত্ব সামলায়।
ছোট থেকেই সুকান্তর কবিতা লেখার ঝোঁক ছিল। অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েও তাঁর (সৌমজিৎ দে) কবিতা লেখা বন্ধ হয়নি। কবির জীবনের নানা ঘটনার সঙ্গী বন্ধু অরুণাচল (সুপ্রদীপ দাশগুপ্ত), সমরেশ (শুভজিৎ মল্লিক), মণিগোপালরা (সৌরভ কর) সব সময় তাঁর সঙ্গে ছিল। এই বন্ধুদের দৌলতে স্বল্পবাক সুকান্তর সঙ্গে যোগাযোগ হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের (অশোক দে)। 
বায়োড্রামা করতে গিয়ে স্বাভাবিক ভাবেই বড় হয়েছে নাটকের পরিসর। সেখানেই আরও গবেষণা ও প্রস্তুতির প্রয়োজন ছিল বলে মনে হয়েছে। অহেতুক বড় নাটক দর্শকের ক্লান্তির কারণ হয়ে উঠেছে। নাটকের শুরুতে ‘রানার’-এর ভাবনাটা ভালো। কিন্তু তা আকর্ষণীয় হয়ে উঠল না। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা