বিদেশ

বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছেন বাইডেন: হোয়াইট হাউস

ওয়াশিংটন: শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই কার্যত অরাজক পরিস্থিতি বাংলাদেশে। মৌলবাদীদের হাতে প্রায় প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু ও অন্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা। সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে এবার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পদক্ষেপ করতে বলল আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনের উপদেষ্টা জন কার্বি বলেন, ‘আমরা সমস্ত বাংলাদেশি নেতাদের স্পষ্টভাবে বলছি, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি খুবই জরুরি। তত্ত্বাবধায়ক সরকারের নেতারা বারবার জানিয়েছেন, তাঁরা ধর্ম ও জাতি নির্বিশেষে সব বাংলাদেশিকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।’ একইসঙ্গে কার্বি জানিয়েছেন, হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো নয়। আর এই পরিস্থিতির উপর নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং। সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তাদের জন্য তত্ত্বাবধায়ক সরকারই দায়িত্ব নিতে হবে বলেও জানান কার্বি।
তারপরেও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনা থামছে না। এবার জামালপুরের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাটের খবর মিলল। বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশানের কালীমন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে ছ’টি প্রতিমা ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রতিমার সোনার অলঙ্কার ও দানবাক্সের টাকা চুরি হয়। মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যাতেও মন্দিরে পুজো হয়েছে। শুক্রবার ভোরে পুজোর সময় দেখা যায়, মন্দিরের গেট ভাঙা ও ভিতরের সব প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস ও সেনাবাহিনীর সদস্যরা। যদিও এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, আজ, শনিবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশজুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ। সোশ্যাল মিডিয়া পেজে হাসিনার দল জানিয়েছে, মীরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের তরফে শ্রদ্ধা জানানো হবে। এরপর ধানমান্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রায়ের 
বাজারের বধ্যভূমিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। গত নভেম্বরে শহিদ নূর হোসেন দিবসে রাস্তায় নেমেছিলেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। সেই সময় পুলিস, আধাসেনা মোতায়েন করে সেই কর্মসূচি আটকে দেওয়া হয়। শনিবারও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা