বিদেশ

বন্যায় বিপর্যস্ত স্পেন, মৃতের সংখ্যা বেড়ে ৯৫

মাদ্রিদ, ৩১ অক্টোবর: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন। প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ-পূর্ব স্পেনে দেখা দিয়েছে বন্যা, ভূমিধস। গতকাল, বুধবারই মৃত্যু হয়েছিল ৬৩ জনের। আজ, বৃহস্পতিবার তা বেড়ে হল ৯৫ জন। নিখোঁজ বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। জানা গিয়েছে, ব্যাপক বৃষ্টির জেরে বহু এলাকা প্রায় ডুবে গিয়েছে। জলমগ্ন রাস্তাঘাট, বাড়িঘর। ভেসে গিয়েছে প্রচুর গাড়ি। এমনকী উপড়ে গিয়েছে রেললাইনও। বহু গ্রাম কার্যত চলে গিয়েছে জলের তলায়। প্রাণ বাঁচাতে প্রচুর মানুষ বাড়ির ছাদে উঠেছেন। পরিস্থিতি থেকে বাঁচতে কেউ আবার গাছে উঠে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে স্পেন। সে দেশের  প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ গত বুধবার থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, পুরো স্পেন আপনাদের সঙ্গে কাঁদছে। সরকার আপনাদের পাশে রয়েছে।
বর্তমানেও যুদ্ধকালীন তৎপরতায় স্পেনে উদ্ধারকাজ চলছে। হেলিকপ্টার নামানোর পাশাপাশি প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। জানা যাচ্ছে, ভ্যালেন্সিয়ায় প্রায় ৯২ জন এবং পাশ্ববর্তী এলাকায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্পেনের আবহাওয়া দপ্তর সূত্রে খবর গত মঙ্গলবার মাত্র ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল চিভা এবং ভ্যালেন্সিয়ায়। চিভা এলাকায় মাত্র চারঘণ্টায় ৩২০ মিমি বৃষ্টি হয়েছিল। তার জেরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। প্রশাসনের তরফে নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭৩ সালে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা