খেলা

টি-২০’র প্রভাব মানছেন গম্ভীর

মুম্বই: প্রথমে শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজ হার। তারপর ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজে  বিপর্যয়, তাও কিনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গৌতম গম্ভীরের কোচিংয়ে এখনও পর্যন্ত সাফল্যের চেয়ে টিম ইন্ডিয়ার ব্যর্থতাই বেশি করে চোখে পড়ছে। স্বাভাবিকভাবেই সমর্থকরা হতাশ। তীব্র হচ্ছে সমালোচনা। উত্তাপ টের পাচ্ছেন গম্ভীরও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, ভারতীয় দলের কোচ হিসেবে চলার পথ যে মসৃণ হবে না, সেটা জানতাম। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগতে হবে। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়া সহজ ব্যাপার নয়। তাছাড়া কোচ হিসেবে আমার খুব একটা কিছু করার নেই। মাঝে মধ্যে ছেলেদের কাঁধে হাত রেখে উজ্জীবিত করতে পারি। বাকি কাজটা ক্রিকেটারদেরই করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ অনেক বেশি। শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে হার কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ব্যর্থতার জেরে পরিস্থিতি এখন অনেকটাই প্রতিকূল। হারতে আমরাও চাই না। জেতার জন্যই মাঠে নামি। কিন্তু সব সময় আশানুরূপ ফল হয় না। সাফল্যের পথে ফিরতে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। যত দ্রুত সম্ভব শুধরে নিতে হবে ভুলত্রুটি। আমার বিশ্বাস, ছেলেরা সেই লক্ষ্যেই সেরাটা নিংড়ে দিচ্ছে।’
গত টেস্টে পুনের পিচে বল ঘুরতেই বিপাকে পড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রশ্ন উঠেছিল, তাহলে কি স্পিন খেলতে ভুলে গেলেন কোহলিরা? টিম ইন্ডিয়ার কোচ অবশ্য তা মানতে রাজি নন। তাঁর যুক্তি, ‘সব সময় নিজেদের ব্যর্থতাকে বড় করে না দেখিয়ে বিপক্ষের বোলারদের প্রশংসাও প্রয়োজন। মিচেল স্যান্টনার গত টেস্টে অনবদ্য বোলিং করেছে। আমাদের ছেলেরা যে পরিশ্রম করেনি, তা নয়। কিন্তু তা প্রমাণের জন্য সাফল্য দরকার। তবুও বলব, একটা ম্যাচ দিয়ে স্পিন না খেলতে পারার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়।’ একই সঙ্গে প্রশ্ন উঠছে, অতিরিক্ত টি-২০ ক্রিকেট এবং আগ্রাসী মানসিকতাই কি ভারতের বিপর্যয়ের কারণ? এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘১০ বছর আগে ক্রিকেট যেভাবে খেলা হত, এখন সেটা হয় না। তবে টি-২০ ক্রিকেটের প্রভাব যে পড়েছে, তা স্পষ্ট। কিন্তু টেস্ট ম্যাচকে তার মতো করেই খেলা উচিত। প্রয়োজনে দিনে চারশো রান তুলতে হতে পারে, আবার তেমন হলে ধৈর্য্যশীল ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে হবে ইনিংসকে। আমার চোখে একজন কমপ্লিট ক্রিকেটার সে, যে টি-২০ ও টেস্টে সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারে। তবে অতিরিক্ত টি-২০ ক্রিকেট খেলার ফলে ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকার অভ্যাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আমি বাড়তি সতর্ক এবং ছেলেদের নিয়ে কাজও করছি। আশা করছি, আগামীতে তার সুফল পাব।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা