খেলা

শ্রেয়স, রাসেল, স্টার্ককে ছাড়তে পারে কলকাতা, আরসিবি’র নেতৃত্বে ফিরছেন বিরাট, সিএসকে’তেই ধোনি

নয়াদিল্লি: তিন বছর আগে ছেড়ে দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব। আসন্ন মরশুমে অবশ্য ছেড়ে আসা সেই মুকুট ফের মাথায় পরছেন বিরাট কোহলি। খবরে প্রকাশ, কোটিপতি লিগে আরসিবি’র হয়ে টস করতে দেখা যাবে তাঁকে। এই ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিকে নাকি আলোচনাও সেরেছেন। ২০২২-২৪, এই তিন মরশুমে ফাফ ডু’প্লেসির নেতৃত্বে খেলেছেন তিনি। বিরাট নেতৃত্ব দেওয়ার মানে একটাই, ডু’প্লেসিকে ধরে রাখা হচ্ছে না বেঙ্গালুরু। তবে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, বিরাটের স্পর্শে কি অধরা ট্রফি জিতবে আরসিবি? মুশকিল হল, ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত তিনিই ছিলেন অধিনায়ক। কিন্তু সাফল্য আসেনি। মজা করে তাই বলা হচ্ছে, ব্যর্থ অধিনায়কের উপরই ফের আস্থা রাখছে আরসিবি।
কলকাতা নাইট রাইডার্স আবার ছেড়ে দিতে চলেছে আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের মতো মহারথীদের। ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকেও না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শ্রেয়স যে পরিমাণ অর্থ চেয়েছিলেন, তা দিতে নাকি রাজি নয় নাইট ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ২০২২ সালের মেগা নিলামে শ্রেয়সকে ১২.২৫ কোটি টাকায় নিয়েছিল কেকেআর। গত বছরের নিলামে ২৪.৭৫ কোটি টাকায় নেওয়া স্টার্ককেও ছেড়ে দিচ্ছে কলকাতা। চোট-আঘাত সমস্যায় ভোগা রাসেলকেও না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত। সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকেই সম্ভবত ‘রিটেইন’ করছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমান গিল আবার দলের স্বার্থে কম টাকা নিতে রাজি বলে জানা গিয়েছে। দলের নিউক্লিয়াস ধরে রাখার তাগিদে এই আত্মত্যাগ। গুজরাতের পয়লা নম্বর ‘রিটেইনশন’ হচ্ছেন রশিদ খান। দুইয়ে গিল, তিনে সাই সুদর্শন। দুই আনক্যাপড প্লেয়ার রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকেও তারা ধরে রাখবে বলে জানা গিয়েছে।
লখনউ সুপারজায়ান্টস যে লোকেশ রাহুলকে ‘রিটেইন’ করছে না তা স্পষ্ট। তারা রেখে দিচ্ছে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি ও মহসিন খানকে। চেন্নাই সুপার কিংস যথারীতি ভরসা রাখছে মহেন্দ্র সিং ধোনির উপরে। তিনি ছাড়া অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে ও মাথিশা পাথিরানাকে ‘রিটেইন’ করছে সিএসকে। অনেক জল্পনা থাকলেও রোহিত শর্মাকে সম্ভবত ছাড়ছে না মুম্বই ইন্ডিয়ান্স। তারা ধরে রাখছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহকেও।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা