খেলা

আজ অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের প্রথম ম্যাচ, নজরে অভিমন্যু

ম্যাকে: বর্ডার-গাভাসকর ট্রফির ড্রেস রিহার্সাল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বৃহস্পতিবার শুরু হচ্ছে চার দিনের ম্যাচ। আর তা অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণদের কাছে অনুশীলনের মঞ্চই হয়ে উঠছে। এই তিনজনই রয়েছেন রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ টেস্টের সিরিজের ভারতীয় স্কোয়াডে। ২২ নভেম্বর মেগা সিরিজ শুরু হওয়ার আগে ভারত ‘এ’ দলের হয়ে ব্র্যাডম্যানের দেশে দুটো চারদিনের ম্যাচ খেলবেন অভিমন্যুরা। কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কারণে সিরিজের একটা বা দুটো টেস্টে খেলবেন না রোহিত। তাই ওপেনার অভিমন্যুর টেস্ট অভিষেকের সম্ভাবনা জোরালো। আর তাই ২৯ বছর বয়সি ‘এ’ দলের হয়ে কেমন খেলেন সেদিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। 
এমনিতে অভিমন্যুর অভিজ্ঞতা কম নয়। ৯৯ প্রথম শ্রেণির ম্যাচে ৭৬৩৮ রান করেছেন তিনি। এরমধ্যে ২৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ফর্মেও রয়েছেন তিনি। দলীপ ট্রফিতে কিছুদিন আগে ১৫৭ ও ১১৬ রান করেছেন। ইরানি কাপে মুম্বইয়ের বিরুদ্ধে অবশিষ্ট ভারতের হয়ে এসেছে ১৯১। রনজি ট্রফিতে বাংলার হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১২৭ রানে অপরাজিতও ছিলেন তিনি। 
নীতীশকে আবার দেখা হচ্ছে অলরাউন্ডার হিসেবে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আহামরি নয় একেবারেই। ‘এ’ দলের হয়ে দুটো ম্যাচে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন তিনি। চোট সারিয়ে ফেরার পর প্রসিদ্ধও নজরকাড়া বোলিং করেননি। পাঁচ টেস্টের সিরিজে কোনও না কোনও ম্যাচে প্রথম এগারোয় থাকতেই পারেন ডানহাতি পেসার। তার আগে তিনিও চাইবেন স্থানীয় পিচ ও পরিবেশের সঙ্গে সড়গড় হতে। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদদের কাছেও ‘এ’ দলের হয়ে ম্যাচ নিজেদের মেলে ধরার দুর্দান্ত সুযোগ।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা