খেলা

পন্থ-শ্রেয়স উঠবেন মেগা নিলামে

মুম্বই: চমকে ভরা আইপিএলের রিটেনশন তালিকা। গত মরশুমের অধিনায়ক ঋষভ পন্থকে রাখল না দিল্লি ক্যাপিটালস। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ছেড়ে দিল অধিনায়ক শ্রেয়স আয়ারকে। আগেই ঠিক হয়ে গিয়েছিল, নিলামেই ভাগ্য ঠিক হবে লোকেশ রাহুলের। তবে রিঙ্কু সিং, শশাঙ্ক সিং, শিবম দুবের মতো উদীয়মান তারকাদের উপর বড় বাজি ধরল ফ্র্যাঞ্চাইজিগুলি।  
দিল্লি ক্যাপিটালস ঋষভের পরিবর্তে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলের উপর ভরসা দেখিয়েছে। আনক্যাপড ক্রিকেটারটি পাবেন ৪ কোটি টাকা। দিল্লির রিটেনশন তালিকায় আছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও ট্রিস্টান স্টাবস। বলাই বাহুল্য, আসন্ন মেগা নিলামে ঋষভ পন্থকে নিয়ে ঝড় উঠবে। সূত্রের খবর, মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে এই তারকা উইকেটরক্ষককে দলে নেওয়ার পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস। এছাড়া বিরাট কোহলির আরসিবি’ও ঝাঁপাবে। যদিও নিলামে পন্থকে ফের নেওয়ার জন্য আরটিএম ব্যবহার করতে পারে দিল্লি। 
আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকে রিটেন না করে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। পাশাপাশি গত আইপিএলে রেকর্ড অর্থ খরচ করে নেওয়া মিচেল স্টার্কের নামও নেই তালিকাতে। এখন লাখ টাকার প্রশ্ন, আসন্ন আইপিএলে কেকেআরের অধিনায়ক কে হবেন? তবে শ্রেয়সের জন্য বাকি দলগুলি যে অলআউট ঝাঁপাবে, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকেও রিটেন করেনি লখনউ সুপার জায়ান্টস। এটা অবশ্য প্রত্যাশিতই ছিল। কারণ, গত মরশুমে মাঠেই লোকেশের উপর রেগে গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এদিকে, চমক রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সেও। গত মরশুমে রোহিত শর্মারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে ম্যানেজমেন্ট। বিষয়টিতে অসন্তুষ্ট ছিলেন খোদ রোহিতও। তারপর থেকেই এবছর তাঁর ফ্যাঞ্চাইজি ছাড়া নিয়ে জল্পনা চলছিল। কিন্তু হার্দিক, রোহিত, সূর্য, বুমরাহ ও তিলক-পাঁচ জনকেই রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়কত্ব হার্দিকের হাতেই থাকে কিনা, সেটাই দেখার! অন্যদিকে, ২১ কোটি টাকায় বিরাট কোহলিকে রাখল আরসিবি। চেন্নাই আবার সুযোগের সঠিক সদ্ব্যবহারে আনক্যাপড প্লেয়ার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করেছে। ২৩ কোটি টাকায় সানরাইজার্স ধরে রেখেছে হেনরিখ ক্লাসেনকে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা