বিনোদন

অভিনয়ের পাশাপাশি এবার অন্য ভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফকে

মুম্বই: বল পায়ে বিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে বল পায়ে গোলের দিকে এগিয়ে চলেছেন টাইগার শ্রফ...।  না না এটা কোনও সিনেমার দৃশ্যও নয়। ঘোর বাস্তব। তাও আবার এক্কেবারে পেশাদার ফুটবলের ময়দান। এবার সিনেমার পর্দার পাশাপাশি পেশাদার ফুটবলের আসরেও দেখা যাবে ইয়ং জেনারেশনের হার্ট থ্রব টাইগার শ্রফকে। এতদিন নাচের মধ্যে দিয়ে যে পায়ের জাদু দেখিয়ে এসেছেন, মুম্বই প্রিমিয়ার লিগে এবার বল নিয়েও সেই জাদু দেখাতে চান টা‌ইগার।    মুম্বই প্রিমিয়ার লিগের ক্লাব মুম্বই এফসিতে পেশাদার ফুটবলার হিসাবে সই করেছেন টাইগার। ৩৪ বছরের এই অভিনেতা সই করেছেন ক্লাবের মার্কি ফুটবলার হিসাবে।জানা গিয়েছে, মুম্বই প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে ৬টি দল। তার মধ্যে অন্যতম মুম্বই এফসি।গত জুনেই তৈরি হয়েছে এই পেশাদার ফুটবল ক্লাব। প্রথম মরসুমেই তারা খেলছে মুম্বই প্রিমিয়ার লিগ। ক্লাবের হয়ে ইতিমধ্যেই একটি ম্যাচও খেলে ফেলেছেন অভিনেতা। তাঁর ফুটবল দক্ষতা দেখে খুশি ক্লাবের সমর্থক থেকে টাইগার ভক্ত সকলেই। তাঁর খেলার ভিডিও ভাইরালও হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। টাইগার নিজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরাট ভক্ত। তাই সিআর সেভেনের সাত নম্বর জার্সি পরেই মাঠে নামছেন এই তারকা। অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গিয়েছে তাঁকে। ফুটবল প্রসঙ্গে টাইগার জানান, অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও বরাবরের ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার। স্কুলে পড়ার সময়ে ফুটবল খেলতে খুব পছন্দ করতাম। ভাবতাম একদিন ফুটবল খেলে দেশের প্রতিনিধিত্ব করব। কিন্তু সেই সুযোগ হয়নি।
টাইগার শ্রফের এই নতুন যাত্রা কেবল তাঁর ক্যারিয়ারের জন্য নয়, বরং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। তাঁর এই অভিজ্ঞতা দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা