দেশ

এবার গুজরাতের কচ্ছে জওয়ানদের সঙ্গে দেওয়ালি উদযাপন প্রধানমন্ত্রীর

ভুজ (গুজরাত) ও নয়াদিল্লি: ২০১৪ সাল। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর সিয়াচেনে মোতায়েন জওয়ানদের সঙ্গে দেওয়ালি পালন করেছিলেন নরেন্দ্র মোদি। সেই শুরু। তারপর থেকে প্রতি বছরই আলোর উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে পৌঁছে গিয়েছেন তিনি। ব্যতিক্রম হল না এ বছরও। বৃহস্পতিবার গুজরাতের কচ্ছে ভারত-পাক সীমান্তে মোতায়েন সশস্ত্র বাহিনীর সঙ্গে দেওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী। তাঁর পরনে ছিল সশস্ত্র বাহিনীর উর্দি। কচ্ছে স্যর ক্রিক এলাকার লক্কি নালায় বিএসএফ, সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। দেওয়ালির শুভেচ্ছা জানিয়ে তাঁদের মিষ্টিমুখও করিয়েছেন তিনি। সেই সঙ্গেই বার্তা দিয়েছেন, সীমান্তের জমি নিয়ে কোনও আপোস করে না তাঁর সরকার। ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না।  ঘটনাচক্রে, পূর্ব লাদাখের দু’টি স্থানে দীর্ঘ সংঘাত কাটিয়ে ভারত ও চীন ইতিমধ্যেই পূর্বের অবস্থানে সেনা সরিয়ে নিয়েছে। ‘বন্ধুত্বে’র বার্তা হিসেবে লাদাখ সহ বিভিন্ন সীমান্তে এবারও দেওয়লিতে এই দুই দেশের বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হল।
কচ্ছে ভারত-পাক সীমান্তে মোতায়েন জওয়ানদের প্রধানমন্ত্রী বলেন, দেওয়ালির এই শুভেচ্ছাবার্তায় মিশে রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতি ও কৃতজ্ঞতা। তিনি বলেন, বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক সাজসরঞ্জাম দেওয়া হচ্ছে। বিশ্বের অন্যতম অত্যাধুনিক বাহিনী হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে সেনা। আর এই সব প্রচেষ্টার মূলে রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা। 
সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখ সহ বিভিন্ন সীমান্তে পরম্পরা মেনে এবারও দেওয়ালিতে মিষ্টি বিনিময় হয়েছে ভারত ও চীনা বাহিনীর মধ্যে। লাদাখের ডেমকক ও ডেপসাংয়ে সংঘাত কাটিয়ে দু’দেশের সেনা প্রত্যাহারের পরপরই দেওয়াতে বন্ধুত্বের এই বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। মিষ্টি বিনিময় হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পাঁচটি বর্ডার পার্সোনেল মিটিং (বিপিএম) পয়েন্টে। এগুলি হল অরুণাচল প্রদেশের বাম লা ও ওয়াচা/কিবিথু, লাদাখের চুশুল-মোলদো ও দৌলত বেগ ওল্ডি এবং সিকিমের নাথু লা। এছাড়া মিষ্টি বিনিময় হয়েছে পূর্ব লাদাখের কোঙ্গ লা, কেকে পাস ও হট স্প্রিংয়েও।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা