খেলা

হেক্টর ইউস্তের চোট নিয়ে চিন্তায় ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেজমা এফসি’র বিরুদ্ধে অনিশ্চিত হেক্টর ইউস্তে। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে কুঁচকিতে চোট পান স্প্যানিশ ডিফেন্ডার। মাঝপথেই তুলে নিতে হয় হেক্টরকে। বৃহস্পতিবার তাঁর এমআরআই করনো হবে। রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় মেডিক্যাল টিম। তাঁর চোট চিন্তা বাড়াচ্ছে লাল-হলুদ শিবিরে। আসলে ভুটানে সব ম্যাচ টার্ফে হচ্ছে। এক্ষেত্রে ঘাসের মাঠের তুলনায় পেশিতে চাপ পড়ে। ফলে টার্ফে ঘনঘন ম্যাচ খেলা মোটেও সহজ নয়। ভুগতে হয় ফুটবলারদের। তার উপর, ভুটান থেকে ফিরে আইএসলে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে অস্কার ব্রুজোঁর দল। রক্ষণের অন্যতম ভরসা হেক্টরকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক।  সেক্ষেত্রে নেজমার বিরুদ্ধে রক্ষণে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। উইং-ব্যাকে ফিরবেন প্রভাত লাকরা। অন্যদিকে, আনোয়ার বা লালচুংলুঙ্গার মধ্যে একজনকে হেক্টরের জায়গায় খেলানো হবে। বৃহস্পতিবার অনুশীলন দেখে চূড়ান্ত সিদ্ধান্ত। মহম্মদ রাকিপকেও তৈরি রাখা হচ্ছে।
গ্রুপ ‘এ’-তে দু’টি ম্যাচ জিতে শীর্ষে লেবাননের নেজমা। অন্যদিকে ইস্ট বেঙ্গলের সংগ্রহ চার পয়েন্ট। জিতলে সরাসরি পরের রাউন্ডের টিকিট পাবে অস্কার ব্রুজোঁর দল। পয়েন্ট নষ্ট হলে অন্য গ্রুপের দিকে তাকানো ছাড়া উপায় নেই। কার্যত নক-আউট পরিস্থিতি তালালদের সামনে। এই অবস্থায় ফের ব্রুজোঁ ম্যাজিকের দিকে তাকিয়ে থিঙ্কট্যাঙ্ক। লেবাননের দলটিকে সামনাসামনি মেপে রেখেছেন স্প্যানিশ কোচ। সেইমতো প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার স্ট্র্যাটেজি তৈরি। নেজমার গতিশীল দুই উইং-হাফকে রোখা লাল-হলুদ রক্ষণের চ্যালেঞ্জ। পাশাপাশি তাদের মাঝমাঠ বসুন্ধরার তুলনায় অনেক গোছানো। তবে নেজমার রক্ষণ দুর্ভেদ্য নয়। পাল্টা চাপ দিলে তাতে ফাটল ধরানো যায়। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এখনও পুরোপুরি তৈরি নয় তারা। অন্যদিকে, ইস্ট বেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়াস দিয়ামানতোকাসের মন্তব্য, ‘এই ম্যাচ কার্যত ফাইনাল। আমরা জিততে তৈরি।’ শৌভিক চক্রবর্তী বলেছেন, ‘লক্ষ্যভেদের থেকেও দলের জয়ে বেশি খুশি। সবাই মিলে লড়তে হবে।’ লাল-হলুদ জার্সিতে প্রথম গোলের পর বেশ স্বস্তিতে ডিফেন্ডার আনোয়ার আলি। মরশুম শুরু থেকেই চুক্তি বিতর্কে জেরবার তিনি। বসুন্ধরার বিরুদ্ধে জাল কাঁপিয়ে ভারতীয় ডিফেন্ডারের মন্তব্য, ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে দেশের সম্মান জড়িত। দলের সাফল্যে এভাবেই অবদান রাখতে চাই।’
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা