খেলা

আইপিএল: কোন দলে কোন প্লেয়ার থাকল, বাদ পড়ল কারা

মুম্বই, ৩১ অক্টোবর: আইপিএল-এর নতুন নিয়ম অনুযায়ী সর্বাধিক ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। তবে নিলামের আগে সর্বাধিক পাঁচ জনকেই ধরে রাখা যাবে। নিলামে আরটিএম কার্ডের মাধ্যমে অবশ্য এক জন ক্রিকেটারকে ফিরিয়ে নিতে পারবে আইপিএল-এ থাকা দলগুলি। আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বাধিক পাঁচজন ক্রিকেটারকে দলে রাখা যাবে। কিন্তু দু’জনের বেশি আনক্যাপড ক্রিকেটার (যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বা অবসর নিয়েছেন) তাঁদের ধরে রাখা যাবে না। রিটেইনের জন্য ক্রিকেটারের নির্দিষ্ট দরও বেঁধে দিয়েছে বোর্ড। ক্যাপড এবং আনক্যাপড দুই ধরণের প্লেয়ারদের জন্য ভিন্ন দর। আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে আইপিএল-এর সমস্ত দলগুলিতে জানাতে বলা হয়েছিল তারা দলে কোন কোন প্লেয়ার রাখবে এবং কাদের ছেড়ে দেব। সেই মতো সমস্ত দলগুলি জানিয়েছে কাদের রিটেইন করা হল এবং কাদের নট-রিটেইন করা হল।

আসুন দেখেনি আইপিএলের কোন কোন দলে কারা রইলেন এবং কাদের ছেড়ে দেওয়া হল-

সিএসকে কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
এম এস ধোনি, ঋতুরাজ গায়কওয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মথিশাকে রিটেইন করল সিএসকে। ছেড়ে দিল ডেভন কনওয়ে, দীপক চাহার, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডেকে। 

কেকেআর কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রাণা, রমনদীপ সিংকে রিটেইন করল কেকেআর। ছেড়ে দিল শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল স্টার্ক, ভেঙ্কেটেশ আইয়ার এবং নীতিশ রাণাকে। 

দিল্লি কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, স্টাবস, অভিষেক পোরেলকে রিটেইন করল দিল্লি। ছেড়ে দিল ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, নর্টজেকে।

গুজরাত কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে রিটেইন করল গুজরাত টাইটান্স। ছেড়ে দিল মহঃ সামি, ডেভিড মিলারকে।

হায়দরাবাদ কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
প্যাট কামিন্স, অভিষেক শর্মা, হেনরিখ ক্ল্যাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রেভিস হেডকে রিটেইন করল সানরাইজার্স হায়দরাবাদ। ছেড়ে দিল ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমারকে। 

রাজস্থান কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে রিটেইন করল রাজস্থান রয়্যালস। ছেড়ে দিল যজুবেন্দ্র চাহাল, যশ বাটলার, আর অশ্বিন।

লখনউ কোন কোন প্লেয়ারকে রাখল, কাদের ছাড়ল
নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খানকে রিটেইন করল লখনউ সুপার জায়ান্টস। ছেড়ে দিল কে এল রাহুল, স্টোইনিস, ডিকক, ক্রুণাল পাণ্ডিয়াকে।

পাঞ্জাব কাদের রাখল, কাদের ছাড়ল
শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে রিটেইন করল পাঞ্জাব। অন্যদিকে, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, স্যাম কারেন, বেয়ারস্টো ও লিভিংস্টোনকে ছেড়ে দিল।

মুম্বই কাদের রাখল, কাদের ছাড়ল
যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মাকে রেখে দিল মুম্বই। অন্যদিকে ছেড়ে দিল ঈশান কিষান ও টিম ডেভিডকে।

বেঙ্গালুরু কোন কোন খেলোয়াড়কে রেখে দিল আর কাদের ছেড়ে দিল
বিরাট কোহলি, রজত পাতিদার এবং যশ দয়ালকে রিটেইন করল বেঙ্গালুরু। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, ডুপ্লেসি, ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিল।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা