Bartaman Patrika
খেলা
 

ছ’মাস পর ভারতীয় ফুটবলার চাইছেন আলেজান্দ্রো!
চলতি মরশুমে ফিরবেন না বোরহা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলে থাকা ভারতীয় ব্রিগেড নিয়ে যে আই লিগে ভালো কিছু করা যাবে না তা বুঝতে কোচ আলেজান্দ্রোর ছয় মাস লেগে গেল। মঙ্গলবার প্র্যাকটিসের শেষে তিনি ইস্ট বেঙ্গলের সাবেক কর্তাদের বলেন,‘ স্টপার, মিডফিল্ডার ও স্ট্রাইকার-তিন বিভাগে ভারতীয় খেলোয়াড় খুঁজে দিন। সবচেয়ে প্রয়োজন স্ট্রাইকারের। মার্কোস আপফ্রন্টে একা হয়ে যাচ্ছে।’
এবার ইস্ট বেঙ্গলে ভারতীয় রিক্রুট যে অতি সাদামাটা হয়েছে তা বুঝতে ‘অভিজ্ঞ’ আলেজান্দ্রো ছ’মাস কাটিয়ে ফেললেন! প্রশ্ন উঠছে, তবে তিনি কীরকম কোচ? লাল-হলুদের স্বদেশি ব্রিগেড যে অচল তা তো কলকাতা লিগের মাঝপথেই বোঝা গিয়েছিল। গত ১৫ মাস আলেজান্দ্রো ইস্ট বেঙ্গলের কোচ। দু’টি ডার্বি জেতা ছাড়া তাঁর কোনও সাফল্য নেই। ট্রফির ভাঁড়ার শূন্য। আটজন ফুটবলার তিনিই এনেছেন। ফুটবলার চয়নের ব্যাপারে কারও পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করেননি। আসলে কোয়েসের অধিকাংশ লোকজনের ভারতীয় ফুটবল নিয়ে সম্যক ধারণা নেই। আর সেই সুযোগটি কাজে লাগিয়েছেন বুদ্ধিমান আলেজান্দ্রো। তাঁর আনা আট ফুটবলারের মধ্যে বোরহা গোমেজ আর মেক্সিকোর স্ট্রাইকার এনরিকে ভালো মানের।
চলতি মরশুমে দেখা গেল, নিজের আনা বোরহাকে চোট পাওয়ার পর তিনি পাঁচ মাস বয়ে বেড়ালেন? অথচ গত মরশুমে দলে সেট হওয়া আল আমনা চোটের জন্য এক মাস মাঠের বাইরে যেতেই তাঁকে ছেঁটে ফেলেছিলেন আলেজান্দ্রো। সেপ্টেম্বরের গোড়ায় লিগের একটি ম্যাচে বোরহা লিগামেন্টে চোট পান। কলকাতায় তিন সপ্তাহ রাখার পর অক্টোবরের গোড়ায় বোরহাকে স্পেনে আর্থোস্কোপি করতে পাঠিয়ে দেন। স্পেনের চিকিৎসা পদ্ধতি যতই আধুনিক হোক না কেন, অক্টোবরে আর্থোস্কোপির পর তাঁর চলতি মরশুমে মাঠে ফেরা যে সম্ভব নয় তা বুঝতে আলেজান্দ্রোর লেগে গেল পাঁচ মাস! কার স্বার্থে? এই প্রশ্নের কোনও উত্তর নেই।
মঙ্গলবার কোয়েসের পক্ষ থেকে জানানো হয় চার বছরের ছেলের গুরুতর অসুস্থতার খবর পেয়ে আচমকা দেশে ফিরে গিয়েছেন স্প্যানিশ স্টপার বোরহা গোমেজ। ইস্ট বেঙ্গলের পক্ষ বোরহার ছেলের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হচ্ছে।’ শোনা যাচ্ছে, বোরহার ছেলের মাথায় ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে। অবস্থা খুবই উদ্বেগজনক। বোরহা কবে ফিরবেন তা কোয়েস কর্তারা জানাননি। অন্দরমহলের খবর, বোরহা চলতি মরশুমে আর ইস্ট বেঙ্গলে ফিরছেন না। তাঁকে পরে রিলিজ দেওয়া হবে। মঙ্গলবার প্র্যাকটিসের পর আলোচনার সময়ে আলেজান্দ্রো ক্লাবের শীর্ষ কর্তাদের তা জানিয়ে দেন। ইস্ট বেঙ্গলের ফুটবল সচিব বলেন,‘বোরহার জায়গায় আমরা একজন বিদেশি স্ট্রাইকারকে নিতে বলেছি। উনি তা নিজেই খুঁজে নেবেন বলে আমাদের জানিয়েছেন। যার অর্থ, বিদেশি আনার ব্যাপারটি সুকৌশলে নিজের হাতেই রেখে দিলেন আলেজান্দ্রো।
ভারতীয় স্ট্রাইকার হিসেবে এটিকে’র বলবন্ত সিংয়ের নাম প্রবলভাবে উঠে আসছে। কারণ এটিকে’তে এই পাঞ্জাব-তনয় সুযোগ পাচ্ছে না। কোয়েস কর্তারা বলছেন, ‘বলবন্তকে একবার বাজিয়ে দেখা হবে। তবে আই লিগে ও খেলতে রাজি হলে। বিশেষ করে ইস্ট বেঙ্গলে এলে ম্যাচ প্র্যাকটিস পাবে।’ স্বয়ং বলবন্তের মন্তব্য, ‘আমার কাছে ইস্ট বেঙ্গলের কোনও প্রস্তাব এখনও নেই।’ আসলে বলবন্তের এজেন্ট তাঁকে আই লিগে ফিরতে দিতে চান না। তাঁর ধারণা, ইস্ট বেঙ্গলে ফিরলে আগামী মরশুমে বলবন্তের দর কমবে। ওড়িশা এফসি আইএসএলের শেষ চারের যাওয়ার লড়াইয়ে আছে। তারাও বলবন্তকে অফার দিয়েছে। কিন্তু ডেভিড উইলিয়ামস চোট পাওয়ায় এটিকে বলবন্তকে ছাড়তে চাইছে না। সব মিলিয়ে ইস্ট বেঙ্গল কর্তারা সক্রিয় হলেও বলবন্ত সিংকে পাওয়ার সম্ভাবনা নেই। এদিকে, কোয়েসের কো-অর্ডিনেটরের প্রশ্ন,‘ বিদেশি বা স্বদেশি, যে ফুটবলারই হোক না কেন, তিনি যে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন তার কী গ্যারান্টি রয়েছে? বিশেষ করে এখন সবার চোখ ১৯ জানুয়ারি ডার্বির দিকে। ডার্বির আগে বিরাট অর্থ দিয়ে প্লেয়ার নিয়ে খেলিয়ে দেওয়া ঝুঁকি হয়ে যাবে।’ আসলে খেলোয়াড় পরিবর্তন হলেও কোয়েস বেশি অর্থ খরচ করতে চাইছে না। কোয়েস ইস্ট বেঙ্গল নিয়ে তেমন ভাবার সময় নেই টিমের সিইও’র। আই লিগের পরেই লাল-হলুদের সঙ্গে কোয়েসের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। তবে কোচ আলেজান্দ্রো ক্রমশই ইস্ট বেঙ্গল কর্তাদের সঙ্গে দূরত্ব কমিয়ে নিচ্ছেন। ফলশ্রুতি এই প্রথম মঙ্গলবার তিনি কর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন। কারণ নতুন মরশুম যে আসন্ন।
এদিকে, বোরহা দেশে চলে যাওয়ায় রক্ষণ নিয়ে প্রবল সমস্যায় ইস্ট বেঙ্গল। এরমধ্যে কাসিম আইদারা ও মার্তি ক্রেসপি তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। ১৫ জানুয়ারি কল্যাণীতে গোকুলাম ম্যাচে কার্ড দেখলেই ডার্বিতে তাঁরা খেলতে পারবেন না। তা নিয়ে চিন্তায় ম্যানেজমেন্ট। তবে চিকেন পক্স সারিয়ে গোকুলাম ম্যাচে দলে ফিরবেন উইং হাফ পিন্টু মাহাতা।

08th  January, 2020
ফেডারেশন কাপে সোনা নীরজের

সোনা জিতলেন নীরজ চোপড়া। তিন বছর পর দেশের মাটিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে নেমেছিলেন ভারতের সোনার ছেলে। ইতিমেধ্যই তিনি ও কিশোর জেনা প্যারিস ওলিম্পিকসের যোগ্যতা অর্জন করেছেন। তাই দুই অ্যাথলিট সরাসরি বুধবারের ফাইনাল রাউন্ডে ট্র্যাকে নেমেছিলেন।​​​​​​ 
বিশদ

‘উত্থানের চেয়ে পতন দেখেছি বেশি’

আইপিএলের পরেই টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। একই সঙ্গে হিটম্যানের টি-২০ ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে।
বিশদ

সতীর্থদের উপর পূর্ণ আস্থা সল্টের

চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, প্রথম দুই দলের মধ্যে থাকাও নিশ্চিত করেছে। ১৩ ম্যাচে শ্রেয়স আয়ারদের পয়েন্ট এখন ১৯। জয় ৯টা ম্যাচে, হেরেছে তিনটিতে।
বিশদ

পাঞ্জাবের কাছে হারল রাজস্থান, শীর্ষস্থান নিশ্চিত কেকেআরের

মাঠ বদলালেও রাজস্থানের হারের ধারা অব্যাহত। চলতি আইপিএলে টানা চতুর্থ ম্যাচে হারের মুখ দেখলেন সঞ্জু স্যামসনরা। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে বশ মানল তারা। সেই সঙ্গে লিগ টেবিলে প্রথম দুইয়ে থাকার পথও কঠিন করল রয়্যালস।
বিশদ

জুনিয়র বিভাগে জোর দিতে চায় মোহন বাগান

সাফল্যের ভিত তৈরি হয় শৈশবে। যুগ যুগ ধরেই তার প্রমাণ দিয়ে আসছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। রিজার্ভ বেঞ্চের শক্তির উপর নির্ভর করে দলের সাফল্য।  তারকাখচিত দল বানিয়ে চলতি মরশুমে জোড়া ট্রফি জিতেছে সবুজ-মেরুন।
বিশদ

সিনিয়র দলে আরও ফুটবলার তুলে আনতে উদ্যোগী ইস্ট বেঙ্গল

স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে জাতীয় স্তরে দীর্ঘ ১২ বছরের ট্রফি খরা কাটিয়েছে ইস্ট বেঙ্গল। আইএসএলে টানা ব্যর্থতার পর সুপার কাপ জয়ের সাফল্য কিছুটা হলেও স্বস্তি জুগিয়েছে ক্লাব অন্ত প্রাণ সমর্থকদের।
বিশদ

প্লে-অফের লক্ষ্যে নামছে সানরাইজার্স, আজ প্রতিপক্ষ গুজরাত

চলতি আইপিএলে দুর্দান্ত খেলেও প্লে-অফ নিশ্চিত নয় সানরাইজার্স হায়দরাবাদের। ১২ ম্যাচে কমলা জার্সিধারীদের পকেটে ১৪ পয়েন্ট। শেষ দুটো ম্যাচই ঘরের মাঠে। তাতে জিতলে দাঁড়াবে ১৮ পয়েন্ট। প্যাট কামিন্সদের নেট রান রেট (০.৪০৬) বেশ ভালো।
বিশদ

এক সিস্টেম ফর্মুলায় সাফল্যের খোঁজে লাল-হলুদ শিবির

স্বপ্নপূরণ থেকে মাত্র এক কদম দূরে তারা। শনিবার পাঞ্জাব এফসিকে হারালেই কেল্লাফতে। ডেভেলপমেন্ট লিগ খেতাব জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ ইস্ট বেঙ্গল।
বিশদ

ঋষভ পন্থ সহজাত ক্যাপ্টেন, মাঠেই সিদ্ধান্ত নেয়: সৌরভ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আইপিএলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। ২৬ বছর বয়সি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটে ৪৪৬ রানও করেছেন।
বিশদ

ফাইনালে জয়ী শরৎ সমিতি

এনসিসি আয়োজিত অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল শরৎ সমিতি। ফাইনালে তারা ৯১ রানে হারিয়েছে আরএমএস ঝাড়গ্রামকে।
বিশদ

শেষ আটে সাত্ত্বিক-চিরাগ

থাইল্যান্ড ওপেনে ধারাবাহিকতা বজায় রাখলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। বুধবার মাত্র ৩৪ মিনিটেই তাঁরা উঠলেন কোয়ার্টার ফাইনালে।
বিশদ

খেতাবের আরও কাছে হালান্ডরা

চলতি মরশুমে তাঁর ফর্ম নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। চোটও ভুগিয়েছে বারবার। তবে লিগ জয়ের দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। মঙ্গলবার নরওয়ে তারকার জোড়া লক্ষ্যভেদে ভর করে অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি।
বিশদ

নতুন মরশুমে মোহন বাগান আপফ্রন্টে ভরসা দিতে তৈরি তিন অজি ফুটবলার

সদ্যসমাপ্ত মরশুম ভালোই কেটেছে মোহন বাগানের। ডুরান্ড কাপ এবং আইএসএলের লিগ-শিল্ড খেতাব জিতেছে তারা। হুয়ান ফেরান্দো এবং আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে দুরন্ত ফুটবল মেলে ধরেছেন দিমিত্রি পেত্রাতোস-লিস্টন কোলাসো-মনবীর সিংরা।
বিশদ

15th  May, 2024
২১ বলে অর্ধশতরান বাংলার অভিষেকের, দুরন্ত দিল্লি হারাল লখনউকে

মরণ-বাঁচন ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১৯ রানে হারাল দিল্লি। একইসঙ্গে আইপিএল প্লে-অফের আশাও বাঁচিয়ে রাখল ঋষভ পন্থের দল। এই জয়ের ফলে তালিকায় পঞ্চম স্থানে  দিল্লি। অন্যদিকে হারের ধারা অব্যাহত লোকেশ রাহুলদের
বিশদ

15th  May, 2024

Pages: 12345

একনজরে
কালনায় ভাগীরথীতে স্নান করতে নেমে দুই যুবতী তলিয়ে গেলেন। বিপর্যয় মোকাবিলা টিম ডুবুরি নামিয়ে খোঁজ চালালেও বিকেল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দু’জনের নাম ...

সোনার দাম আকাশছোঁয়া থাকলেও চলতি বছরে তার চাহিদা অনেকটাই বাড়বে। ফলে চাঙ্গা থাকবে স্বর্ণশিল্পের বাজার। এমনটাই মনে করছে বিশ্বের অন্যতম ধাতুকেন্দ্রিক রিসার্চ সংস্থা মেটাল ফোকাস। তাদের ...

রাজ্যাভিষেক হয়েছিল গত বছর মে মাসে। প্রায় এক বছর পর, মঙ্গলবার নিজের প্রথম প্রতিকৃতির উদ্বোধন করলেন রাজা চার্লস। সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াজুড়ে মিশ্র ...

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমা, শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে ধনাগমের যোগ। স্বামী, সন্তান ও স্বাস্থ্য ক্ষেত্র এক প্রকার শুভ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫০২: ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ওই এলাকার নাম রাখেন হন্ডুরাস
১৮৩১: বঙ্গ নাট্যালয়ের প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৮১:  বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়
১৮৯০: ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
১৯২৯: হলিউডে প্রথম চলচ্চিত্রে অস্কার পুরস্কার চালু হয়
১৯৬৫: বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও সম্পাদক কেদারনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৭০: বিশিষ্ট টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলা সাবাতিনির জন্ম
১৯৭২: বলিউড অভিনেত্রী ভাগ্যলক্ষীর জন্ম
১৯৭৫: প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করলেন জুঙ্কো তাবেই
১৯৭৫: সিকিম ২২তম রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়
১৯৭৮: অ্যাথলিট সোমা বিশ্বাসের জন্ম 
১৯৮৫: বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের জন্ম
১৯৮৬: সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু
১৯৮৮: বলিউড অভিনেতা ভিকি কৌশলের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৭ টাকা ৮৪.৪১ টাকা
পাউন্ড ১০৩.৫৩ টাকা ১০৬.৯৮ টাকা
ইউরো ৮৮.৮৯ টাকা ৯২.০২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪। অষ্টমী ৩/২৮ দিবা ৬/২৩। মঘা নক্ষত্র ৩৩/৫ সন্ধ্যা ৬/১৪। সূর্যোদয় ৪/৫৯/৫৩, সূর্যাস্ত ৬/৬/৪। অমৃতযোগ দিবা ৩/২৮ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫০ গতে ৯/০ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৫২ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৭ মধ্যে। বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে। 
২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪। অষ্টমী দিবা ৭/৩৪। মঘা নক্ষত্র রাত্রি ৭/২৪। সূর্যোদয় ৫/০, সূর্যাস্ত ৬/৮। অমৃতযোগ দিবা ৩/৩৭ গতে ৬/৮ মধ্যে এবং রাত্রি ৭/০ গতে ৯/৮ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৪ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৪৮ মধ্যে ও ৯/২২ গতে ১১/৩০ মধ্যে। কালবেলা ২/৫১ গতে ৬/৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৫ মধ্যে। 
৭ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থানকে হারিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতল পাঞ্জাব

15-05-2024 - 11:28:16 PM

আইপিএল: হাফসেঞ্চুরি স্যাম কারেনের, পাঞ্জাব ১২৩/৫ (১৭.৩ ওভার), টার্গেট ১৪৫

15-05-2024 - 11:19:29 PM

আইপিএল: ২২ রানে আউট জীতেশ, পাঞ্জাব ১১১/৫ (১৫.৪ ওভার), টার্গেট ১৪৫

15-05-2024 - 11:07:22 PM

আইপিএল: পাঞ্জাব ৮৯/৪ (১৪ ওভার), টার্গেট ১৪৫

15-05-2024 - 10:59:37 PM

আইপিএল: ১৪ রানে আউট বেয়ারস্টো, পাঞ্জাব ৪৮/৪ (৮ ওভার), টার্গেট ১৪৫

15-05-2024 - 10:33:00 PM

আইপিএল: ০ রানে আউট শশাঙ্ক, পাঞ্জাব ৩৬/৩ (৪.৫ ওভার), টার্গেট ১৪৫

15-05-2024 - 10:16:37 PM