Bartaman Patrika
দেশ
 

খরচ হয়েছে মাথা পিছু ১৯,০৬৫ টাকা
নাগরিক প্রমাণে ফতুর হয়ে
গিয়েছেন বহু অসমবাসী 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্য অসমের আঁচলপাড়া গ্রামের থেকে ৪৫০ কিমি দূরের কেন্দ্রে নিজের নাম সংযোজন করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কৃষক হানিফ আলি। ১৪ জনের পরিবারের মাথায় তখন আকাশ ভেঙে পড়েছিল। এনআরসির তালিকায় তাঁদের নাম ছিলই ঠিকই কিন্তু প্রাণের বদলে ‘নাম’ চেয়েছিলেন কি তাঁরা? হানিফ আলির বছর পঁচিশের ভাইপো মনিরুল ইসলাম আজও বলেন, “আমাদের মতো মানুষরা চাইছে সর্বস্ব দিয়ে এনআরসির তালিকায় নিজের নাম তুলতে। আর কতবার নিজেদের ভারতের নাগরিক প্রমাণ করতে হবে আমাদের? এই হেনস্তা না করে তো মেরে ফেলা ভালো!” এনআরসি-তে অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া আসলে আগুনের পথ পেরনো। অসমের বাঙালি তার ভুক্তভোগী। তথ্য প্রমাণের নামে দিনের পর দিন কী হেনস্থা চলছে, তা অসমের মানুষই জানেন। ফতুর হয়ে গিয়েছেন বহু মানুষ। লোকসভা ভোটের আগে থেকেই এনআরসি করে মানুষকে ভয় দেখানোর কাজ শুরু করেছিলেন বিজেপির নেতারা। বস্তুত, তাদের উদ্দেশ্যই ছিল এনআরসিকে হাতিয়ার করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সুর বিরোধীদেরও।
ইতিমধ্যে অসমে চূড়ান্ত এনআরসি তালিকা থেকে নাম বাদ গিয়েছে ১৯ লক্ষ মানুষের। তার মধ্যে ১২ লক্ষই হিন্দু। এবার তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করতে হবে, তাঁরা এদেশেরই বৈধ নাগরিক। আর এনআরসি তালিকা থেকে বাদ যাওয়া নাম তোলাতে ফের খসবে মোটা অঙ্কের গাঁটের কড়ি। আইনজীবীদের টাকা জোগাতেই হিমশিম খেতে হবে তাঁদের। গরিব মানুষ এত টাকা কোথায় পাবেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। মানবাধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস (আরআরএজি) গ্রুপ সম্প্রতি প্রকাশ করেছে এমনই একটি সমীক্ষা রিপোর্ট। যেখানে এনআরসি খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষের ফের নাম তোলানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে কত খরচ হয়েছে তার হিসেব কষা হয়েছে। সেই রিপোর্টেই দেখা যাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট বলছে, সমীক্ষায় যে ৬২ জনের সঙ্গে কথা বলা হয়েছিল, তারা এনআরসির শুনানিতে হাজির হয়েছিলেন। নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে তাঁদের মোট খরচ হয়েছে ১১ লক্ষ ৮২ হাজার টাকা, অর্থাৎ মাথা পিছু ১৯ হাজার ৬৫ টাকা। আরআরএজির ডিরেক্টর সুহাস চাকমা বলছেন, যদি এনআরসি থেকে বাদ যাওয়া ব্যক্তিরা মাথা পিছু ১৯ হাজার ৬৫ টাকা করে খরচ করেন, তাহলে খসড়া থেকে বাদ যাওয়া ৪১ লক্ষ ১০ হাজার ১৬৯ জনের মোট খরচ দাঁড়ায় ৭ হাজার ৮৩৬ কোটি ৩ লক্ষ ৭১ হাজার ৯৮৫ টাকা। নাম তোলাতে গিয়ে কেউ বিক্রি করেছেন গরু-বাছুর, আবার কেউ বেচে দিয়েছেন সাধের সুপারি বাগান, কাঁঠাল বাগান, কৃষি জমি। আর যাঁদের সে সব কিছুই নেই, তাঁরা চড়া সুদে টাকা ধার করে খরচ মেটানোর চেষ্টা করেছেন। বাচ্চা, বুড়ো, গর্ভবতী সবাই প্রায় নিশিধরার মতো দৌড়াদৌড়ি করেছেন।
এনআরসি-র পরিণাম কত নিদারুণ হতে পারে, কীভাবে লক্ষ লক্ষ বাসিন্দার নাম নাগরিকের তালিকা থেকে বাদ পড়ে যায়, অসম তার টাটকা প্রমাণ। সরকার মনে করেছে, সেখানকার ১৯ লক্ষ বসবাসকারীর কাছে নিজেদের ভারতীয় হিসেবে ‘প্রমাণ’ করার মতো যথেষ্ট নথিপত্র নেই। নিজের দেশে বাবা-ঠাকুর্দা-চোদ্দো পুরুষের ‘অস্তিত্ব’-এর কাগজপত্র তাঁরা দাখিল করতে পারেননি। তাই জাতীয় নাগরিকপঞ্জিতে তাঁদের নাম উঠল না! সোজা কথায়, যাঁদের নথিপত্র সরকারের কাছে ‘গ্রহণযোগ্য’ বা ‘যথেষ্ট’ বলে মনে হবে না, তাঁরা বংশপরম্পরায় এ দেশে বসবাসকারী হলেও পার পাবেন না। অসম সেটা বুঝিয়ে দিয়েছে।
অসমের আঁচলপাড়া গ্রামের বিজ্ঞানের শিক্ষক বছর সাঁইত্রিশের সামসুল হক নিজে একজন এনআরসির আধিকারিক, কিন্তু নিজের বোন আবিদা সিদ্দিকের নাম তালিকায় যোগ করতে হিমশিম খাচ্ছেন। সামসুলের পরিবার ইতিমধ্যেই আবিদার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। সামসুল হক জানিয়েছেন, ‘১৯৬৬-এর ভোটার তালিকায় নাম তোলার জন্য আমাদের আইনজীবী শুধু দলিলের অফিসিয়াল সার্টিফাইড কপির জন্য এক হাজার টাকা চেয়েছেন। সেই চাহিদা বেড়েই চলেছে।’ এনআরসি থেকে বাদ যাওয়া ব্যক্তির খরচ আকাশ ছোঁয়া। কারণ, যখন একটি পরিবারের মধ্যে শুধুমাত্র একজন তালিকা থেকে বাদ যান, তখন নাম তোলার প্রক্রিয়ায় শুধুমাত্র বাদ যাওয়া ব্যক্তিই নন, বরং তাঁকে এনআরসি কর্তৃপক্ষের সামনে হাজির করতে হয় পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্য কিংবা রক্তের সম্পর্কের আত্মীয়দের। সেই সদস্যরা বিবেচিত হন বাদ যাওয়া ব্যক্তির সাক্ষী হিসেবে। খরচ একলাফে আরও অনেকটাই বেড়ে যায়। কারণ একবার নয়, প্রয়োজন অনুযায়ী বারবার একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে বাদ যাওয়া ব্যক্তিকে। সেই সঙ্গে রয়েছে ভৌগোলিক দূরত্বের বিষয়টি। অনেক সময় এনআরসি খসড়া থেকে বাদ যাওয়া ব্যক্তিকে এনআরসি সেবা কেন্দ্রের তরফে নোটিশ পাঠানো হয়েছে, বাবা-মা কিংবা দাদু-ঠাকুমাদের উত্তরাধিকার প্রমাণে যেতে হবে অন্য জেলায়। ফলে স্বভাবতই খরচ বেড়ে যাচ্ছে বহুগুণ। কোথায় যাবেন গরিব মানুষ? প্রশ্ন তুলছেন অসমের এনআরসি-ছুটরা।
 

08th  January, 2020
অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, মৃত ৬, জখম ২০

অন্ধ্রপ্রদেশের পালনাড়ুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনার জেরে মৃত্যু হল ৬ জনের। জখম ২০। গতকাল, মঙ্গলবার গভীর রাতে পালনাড়ু জেলার চিল্কালুরিপেটা মন্ডলের পাসুমারু এলাকার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় লরির।
বিশদ

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের গ্রেপ্তারি অবৈধ, অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেই জোটে দেশদ্রোহিতার তকমা। ইউএপিএ ধারায় মামলা দায়ের করে ভরে দেওয়া হয় জেলে। সেই রকমই ঘটনা ঘটেছিল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের সঙ্গে। গত ৩ অক্টোবর চীনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিসের হাতে গ্রেপ্তার হন তিনি।
বিশদ

রাজস্থানের জয়পুরে তামার খনিতে লিফটের তার ছিঁড়ে বিপত্তি! মৃত ১

খনির ভিতর লিফটের তার ছিঁড়ে বিপত্তি! তার জেরে প্রাণ গেল এক ভিজিল্যান্স অফিসারের। বেশ কিছুক্ষণ আটকে থাকতে হল আরও বেশ কয়েকজন কর্মী ও আধিকারিকদের। দুর্ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজস্থানের জয়পুরের ঝুনঝুনু এলাকার একটি খনিতে।
বিশদ

মনোনয়ন জমা দিয়েই মোদির ঘোষণা, ‘আমি গঙ্গার সন্তান’

‘আমি গঙ্গার সন্তান’। মঙ্গলবার বারাণসী লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজেকে নিয়ে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‌টানা তিনবার জয়ের লক্ষ্যে এদিন মনোনয়নপত্র জমা দেন তিনি। বিশদ

‘হিন্দু-মুসলমান বিভাজন করি না’, চাপে ‘বোধোদয়’ প্রধানমন্ত্রী মোদির

চতুর্থ দফা ভোটের শেষে বাধ্য হয়েই সংখ্যালঘু ভোটারদের মন জিততে তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত চার পর্বে তাঁর ভাষণের একেবারে উল্টো পথে হেঁটে হঠাৎ-ই তিনি বললেন, হিন্দু-মুসলিম নিয়ে নাকি তিনি বিভেদ করেন না। বিশদ

আমেথি ফেরাব গান্ধীদেরই, ‘দুসরি ইন্দিরা গান্ধী’ প্রিয়াঙ্কার সভায় শপথ মহিলাদের

কানপুরিয়া রাজপুতদের রাজত্ব ও রাজধানীর নাম কানপুর। এমনই জেনে এসেছে ইতিহাস। কিন্তু এরকম কানপুরিয়া রাজাদের বিশেষ প্রিয় স্থান তথা অন্যতম প্রধান দেশীয় পরগনার ভরকেন্দ্র যে এমন এক প্রত্যন্ত প্রান্তে  ছিল, কেই বা জানত! বিশদ

নির্বাচনী বন্ড নিয়ে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা, দ্রুত শুনানির আর্জি সুপ্রিম কোর্টে

নির্বাচনী বন্ড প্রকল্পের তথ্য সামনে আসতেই সারা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি এজেন্সির ভয় দেখিয়ে  বা সুবিধা পাইয়ে দিতে বন্ডের মাধ্যমে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। এব্যাপারে বিরোধীদের নিশানায় কেন্দ্রের শাসক দল বিজেপি। ফলে লোকসভা ভোটের আবহে তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিশদ

কেজরিওয়ালের বাসভবনে নিগ্রহের শিকার স্বাতী মালিওয়াল, মানল আপ

অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে নিগ্রহের শিকার হয়েছিলেন বলে সোমবার অভিযোগ করেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রীর বাসভবনে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমার তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। বিশদ

উদ্দেশ্য চুরি, ১১০ দিনে ২০০ বার বিমান সফর যুবকের

চুরিই পেশা! তবে গৃহস্থের বাড়ি কিংবা বাস-ট্রেনে নয়। একেবারে মাঝআকাশে। শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন রাজেশ কাপুর। দিল্লি পুলিস মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, বিমানে উঠে যাত্রীদের ব্যাগ থেকে গয়না ও মূল্যবান সামগ্রী চুরি করাই ছিল রাজেশের কাজ। বিশদ

পর্যাপ্ত শিক্ষা পরিকাঠামো নেই দেশে, স্বীকার স্বয়ং কেন্দ্রীয় বিদেশমন্ত্রীরই

দেশে যে হারে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, সেই তুলনায় পর্যাপ্ত শিক্ষা পরিকাঠামো নেই। জনসংখ্যার নিরিখেও সামগ্রিক পরিকাঠামোর অভাব রয়েছে। কোনও বিরোধী দলের নেতা নন! একথা  স্বীকার করছেন খোদ মোদি সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশদ

এলগার পরিষদ মামলা: সমাজকর্মী গৌতম নওলাখার জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন সমাজকর্মী গৌতম নওলাখা। এলগার পরিষদের সঙ্গে মাওবাদী যোগ মামলায় এদিন তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি এম এম সান্দ্রেশ এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চ। বিশদ

বিএমসির ছাড়পত্র ছাড়াই দৈত্যকার বিলবোর্ড! মুম্বইয়ে হোর্ডিং বিপর্যয়ে  মৃতের সংখ্যা বেড়ে ১৪

মুম্বইয়ে ধুলো ঝড়ের তাণ্ডবে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার একটি পেট্রল পাম্পের উপরে ভেঙে পড়ে একটি বিশালাকার বিলবোর্ড। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। আহত ৭৫ জন। তাদের মধ্যে ৩২ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশদ

বিদ্যাসাগরের বাড়িকে রাজনীতি মুক্ত রাখাই কার্মাটাঁড়ের বাঙালিদের কাছে বড় চ্যালেঞ্জ

নাগরিক জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে একদিন তিনি চলে গিয়েছিলেন কার্মাটাঁড়ে। সেখানে কাটিয়েছিলেন জীবনের শেষ ১৭টা বছর। বর্তমানে ঝাড়খণ্ডের দুমকা লোকসভা কেন্দ্রের অধীন জামতাড়া ও মধুপুরের মাঝামাঝি এই এলাকা। বিশদ

রুদ্রসাগরে কচুরিপানা জমে একমাস ধরে বন্ধ ‘নীরমহল’, উদাসীন ত্রিপুরার বিজেপি সরকার

লেকের জলে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাজপ্রাসাদ—ভূভারতে এমন নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে মাত্র দু’জায়গায়। প্রথমটি রাজস্থানের জয়পুরে। মানসাগর লেকের ‘জলমহল’। দ্বিতীয়টি উত্তর-পূর্বে, ত্রিপুরার সিপাহীজলায়। মেলাঘরের রুদ্রসাগর হ্রদে রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ‘নীরমহল’। বিশদ

Pages: 12345

একনজরে
ঘন নীল সোয়েটারের সঙ্গে গাঢ় বাদামি শর্টস। ঝকঝকে সাদা মোজা আর বাদামি জুতো। এটাই টিনটিনের ট্রেডমার্ক। বেলজিয়ান শিল্পী অ্যার্জের অমোঘ সৃষ্টি বিশ্বের জনপ্রিয় কমিক স্ট্রিপ। ...

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন না বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি  সেনগুপ্ত। ...

লাভপুরে তিন ভাইকে পিটিয়ে খুনের ঘটনায় মঙ্গলবার বোলপুর আদালতে হাজিরা দিলেন বিধায়ক মুকুল রায় ও লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। লোকসভা নির্বাচনের পর মঙ্গলবার এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয় বোলপুরে। ...

অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। ফের অগ্নিগর্ভ পাক-অধিকৃত কাশ্মীর। মঙ্গলবার ওই অঞ্চলের রাজধানী মুজফফরাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ফের ঝরল রক্ত।  পাকিস্তান রেঞ্জার্সের নির্বিচার গুলিবর্ষণে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

নিকটজনের স্বাস্থ্য সমস্যায় মানসিক অস্থিরতা। মুদ্রণ বা সংবাদপত্রের ব্যবসা,বৃত্তি শিক্ষাকেন্দ্রের পরিচালনায় সাফল্য। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক পরিবার দিবস
১৭৭৬: প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়
১৮১৭: ধর্মীয় সংস্কারক ও দার্শনিক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮১৮: বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়
১৯৫১: দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ
১৮৫৯: নোবেলজয়ী ফরাসি পদার্থ বিজ্ঞানী পিয়ের কুরির জন্ম
১৯০৫: কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯১৫: বিপ্লবী চারু মজুমদারের জন্ম
১৯৩২: বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের জন্ম
১৯৬৭: অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৯ টাকা ৮৪.৪৩ টাকা
পাউন্ড ১০৩.২১ টাকা ১০৬.৬৬ টাকা
ইউরো ৮৮.৫৭ টাকা ৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বুধবার, ১৫ মে, ২০২৪। অষ্টমী অহোরাত্র। অশ্লেষা নক্ষত্র ২৬/৩ দিবা ৩/২৫। সূর্যোদয় ৫/০/১৭, সূর্যাস্ত ৬/৫/৩৫। অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৪ গতে ৫/১৩ মধ্যে। রাত্রি ৯/৪৪ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২২ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১১ মধ্যে। কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৮ মধ্যে। 
১ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বুধবার, ১৫ মে, ২০২৪। সপ্তমী দিবা ৬/৬। অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন ৫/১০। সূর্যোদয় ৫/০, সূর্যোদয় ৬/৭। অমৃতযোগ দিবা ৭/৩৬ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৩ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২২ মধ্যে। কালবেলা ৮/১৭ গতে ৯/৫৫ মধ্যে ও ১১/৩৪ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ২/১৭ গতে ৩/৩৯ মধ্যে। 
৬ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
চিপসের প্যাকেট আনতে ভুল! ডিভোর্স চাইলেন স্ত্রী
দাম্পত্য সম্পর্কে চিড় ধরালো সামান্য একটি চিপসের প্যাকেট! শুনতে অবাক ...বিশদ

06:02:18 PM

বারাকপুরে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

05:31:23 PM

হাওড়ার ইছাপুরে রোড শো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

04:15:04 PM

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাত-র সমর্থনে কাশীপুরে  রোড শো দেবের

04:12:08 PM

মুর্শিদাবাদের ইসলামপুরে লরির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর, চালক ও খালাসি পলাতক

04:09:31 PM

ভোট বলে মোদি আরামবাগে দু’বার এসেছেন: অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:08:19 PM