প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
চলতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে জোর চর্চা চলছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ্যেই সমালোচনা করেছেন এই নিয়মের। এর আশঙ্কা তাঁর, ফলে কেউ অলরাউন্ডার হতে চাইবেন না। এই প্রসঙ্গে জয় শাহ বলেছেন, ‘পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছে। এর সুবাদে প্রত্যেক ম্যাচে বাড়তি দু’জন ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে। এতে খেলাটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। তবে ক্রিকেটাররা যদি মনে করে এর দরকার নেই, তবে বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ এই নিয়মের বিরুদ্ধে কিছু জানায়নি। আইপিএল ও টি-২০ বিশ্বকাপের পর আমরা আলোচনায় বসব। তখনই এ নিয়ে আলোচনা হবে।’
বোর্ডের চুক্তিপত্র থেকে কিছুদিন আগে বাদ পড়েছেন ঈশান কিষান ও শ্রেয়স আয়ার। বোর্ডের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেট না খেলার জন্যই এই শাস্তি বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে জয় শাহ সাফ বলেছেন, ‘নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধুই নির্বাচনী সভার আহ্বায়ক ছিলাম। আমাদের মনে হয়েছে, দলে কেউই অপরিহার্য নয়। আর তরুণ ক্রিকেটার মোটেই কম নেই ভারতে।’