প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এখনও দু’টি ম্যাচ বাকি লখনউয়ের। সেগুলি জিতলে ১৬ পয়েন্ট হবে। নেট রান রেট ভালো থাকলে মিলতেও পারে প্লে-অফের টিকিট। সেই কারণে লোকেশের উপর থেকে চাপ কমানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বাকি দু’টি ম্যাচে তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জল্পনাও তুঙ্গে। শুধু তাই নয়, প্লে-অফে কোয়ালিফাই না করতে পারলে রাহুলকে ছেড়েও দিতে পারে লখনউ। উল্লেখ্য, ২০২২ সালে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ১৭ কোটির বিনিময়ে দলে নিয়েছিল তারা। কিন্তু প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ। তাই বাকি দুই ম্যাচে তাঁর বোঝা কমিয়ে স্রেফ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন নিকোলাস পুরান।