প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
সন্দেশখালি ইস্যুতে ফিরহাদ হাকিম বলেন, বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে। মহিলাদের আমরা সম্মান করি। দুর্গাপুজো করি, কালীপুজো করি। এটাই আমাদের কৃষ্টি, সংস্কৃতি। সন্দেশখালি নিয়ে এত বলছেন নরেন্দ্র মোদি, কিন্তু বিলকিস বানুর জন্য তাঁর চোখের জল কোথায় গেল? মণিপুরের মহিলাদের জন্য চোখের জল কোথায় গেল? হাথরস, উন্নাও ভুলে গেলেন? আজ সন্দেশখালিতে সবাই দেখছেন, কত বড় চক্রান্ত হয়েছে। আসন্ন ভোটে মানুষ এর জবাব দেবেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করে ববি হাকিম বলেন, তিনি ভাটপাড়ায় এসে বড় বড় কথা বলছেন, অথচ নিজের রাজ্যে এনআরসি করে কত মানুষকে তিনি কারাগারে রেখেছেন? যাঁর বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির অভিযোগ ছিল, তিনি দুর্নীতির কথা বলছেন। ওয়াশিং মেশিনে ঢুকে এখন সাদা হয়ে গিয়েছেন।
২০১৯ সালের কথা মনে করিয়ে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, সাম্প্রদায়িক উস্কানির জেরে তিন মাস কাঁকিনাড়া বাজার বন্ধ ছিল, স্কুল-কলেজ বন্ধ ছিল। আপনারা কি সেই গুন্ডারাজ চান? এখানে মীরজাফররা আছে। যারা ধর্মনিরপেক্ষ ভোট ভেঙে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। সিপিএম বা আইএসএফ নয়, বিজেপিকে তাড়াতে তৃণমূলকে সমর্থন করুন। পার্থ ভৌমিককে ভোট দিন। এদিনের সভায় এতটাই ভিড় হয়েছিল যে, রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিজস্ব চিত্র