পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
গত শনিবার রাতে বালিগঞ্জের বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান এই বর্ষীয়ান অভিনেতা। সংজ্ঞাহীন অবস্থায় মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সিটি স্ক্যানে ধরা পড়ে, তাঁর মাথায় অত্যধিক রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতালে ভর্তি করার সময় স্বরূপবাবুর উচ্চ রক্তচাপ ছিল। অতীতে তাঁর একবার স্ট্রোকও হয়েছিল। এই পরিস্থিতিতে তাঁকে আইটিইউ (ইনটেনসিভ থেরাপি ইউনিট)-এ রাখা হয়। বুধবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান।
স্বরূপ দত্তের জন্ম ১৯৪১ সালের ২২ জুন। ম্যাট্রিকুলেশন এবং আইএ পাশ করার পর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তিনি। ভালোবাসার তাগিদেই অভিনয় জগতের সঙ্গে তাঁর জড়িয়ে পড়া। ছোটবেলা থেকেই আলাপ ছিল উৎপল দত্তের সঙ্গে। যোগ দিয়েছিলেন লিটল থিয়েটার গ্রুপে।
ছয় ও সাতের দশকের বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেন স্বরূপবাবু। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলি হল— ‘সাগিনা মাহাতো’, ‘হারমোনিয়াম’, ‘পিতা-পুত্র’, ‘আপনজন’, ‘মা ও মেয়ে’, ‘অন্ধ অতীত’, ‘এখনই’, ‘স্বর্ণশিখর প্রাঙ্গণে’। জয়া ভাদুড়ির সঙ্গে হিন্দি ছবি ‘উপহার’-এও কাজ করেছিলেন তিনি। প্রয়াত অভিনেতার পুত্র সারণ দত্ত পেশায় পরিচালক।