প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অন্যদিকে, হঠাৎ জেগে উঠেছে আরসিবি। বিরাট কোহলিরা জিতেছেন পর পর পাঁচটি ম্যাচ। ১২টি খেলে ঝুলিতে ১০ পয়েন্ট। বাকি দু’টি ম্যাচ জিতলে শেষ করবেন ১৪ পয়েন্টে। তবে নেট রান রেট বাড়িয়ে নিতে পারলে অঙ্কের বিচারে প্লে-অফের টিকিট পেয়েও যেতে পারে আরসিবি। এই দলের ব্যাটিংয়ে বড় ভরসা বিরাট কোহলি, ফাফ ডু’প্লেসি, রজত পাতিদার ও উইল জ্যাকস। এছাড়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের উপরও নজর থাকবে। বেঙ্গালুরু আসলে চাপমুক্ত হয়ে খেলছে। তার ইতিবাচক প্রভাব পড়ছে পারফরম্যান্সে। পেস বোলিংয়ে ভরসা সিরাজ, যশ দয়াল ও লকি ফার্গুসন। স্পিনার হিসেবে কর্ণ শর্মার সঙ্গী হতে পারেন স্বপ্নিল সিং।
ঋষভ পন্থের অনুপস্থিতিতে জেক ফ্রেজার ম্যাকগার্ককে বাড়তি দায়িত্ব নিতে হবে। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার যেরকম ছন্দে আছেন, বেঙ্গালুরুর বোলারদের কপালে ভাঁজ ফেলার পক্ষে তা যথেষ্ট। বঙ্গতনয় অভিষেক পোড়েলও প্রত্যাশা পূরণে সফল। তবে সাই হোপ, অক্ষর প্যাটেলদের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। মিডল অর্ডারে বড় ভরসা ট্রিস্টান স্টাবস। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি অনেক হিসেব উল্টে দিতে পারেন। দিল্লির বোলিংয়ে ভারতীয় ক্রিকেটারদের প্রাধান্য বেশি। খলিল, মুকেশ কুমার, ইশান্ত শর্মার মতো পেসাররা রয়েছেন। তবে স্পিনের ভেল্কি দেখাতে পারেন কুলদীপ যাদব।