প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
প্রসঙ্গত, কালনার কাঁকুড়িয়া দেববন্ধু উচ্চবিদ্যালয় থেকে এবার উচ্চমাধ্যমিকে ৪৫৮ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কালনা রানিবন্ধ গ্রামের বাসিন্দা থ্যালাসেমিয়া আক্রান্ত রূপম মণ্ডল। বুধবার স্বপনবাবু তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান। চিকিৎসার প্রয়োজনীয় রক্ত জোগাড়ে তিনি সাহায্য করবেন বলে জানিয়েছেন। এছাড়া তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে ঘটনাস্থল থেকে ফোনে এক চিকিৎসকের কাছে চিকিৎসার ব্যবস্থা করেন। ফুলের স্তবক উত্তরীয় সহ মিষ্টি দিয়ে রূপমের পাশাপাশি তাঁর বাবা তাপস মণ্ডল ও মা রিঙ্কুদেবীকেও শুভেচ্ছা জানান মন্ত্রী।
স্বপনবাবু বলেন, কাগজে রূপমের খবর দেখতে পেয়ে ছুটে গিয়েছিলাম ওর বাড়িতে। ওকে শুভেচ্ছা জানিয়েছি। উচ্চ শিক্ষা এবং ওর শারীরিক সমস্যার সমস্ত চিকিৎসার দিকটি আমরা দায়িত্ব নিয়েছি। ও ইংরেজিতে অনার্স নিয়ে অধ্যাপক হতে চায়। কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে। আমরা সব সময় ওর পাশে আছি। ভবিষ্যতে ওর স্বপ্ন পূরণ হোক এটাই চাই।
রূপমের বাবা পেশায় প্রান্তিক চাষি তাপসবাবু বলেন, ভাবতেই পারিনি মন্ত্রী আমাদের বাড়িতে আসবেন। ছেলের চিকিৎসা সহ পড়াশোনার সবরকম সাহায্য করবেন বলেছেন। আমরা কৃতজ্ঞ তাঁর কাছে।