প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এপ্রিলের শুরুতেই তারাপীঠে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন, বুথ সভাপতি থেকে চেয়ারম্যান, অঞ্চল সভাপতি থেকে শহর সভাপতি লিড দিতে না পারলে ভোটের পর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই জেলার বহু নেতার অভিযোগ জমা পড়েছে। তাঁদের বিরুদ্ধে এখনই ভোটের আগে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও যদি ভোটের ফল খারাপ হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যদি ভোটে লিড না হয় তবে ২১ জুলাইয়ের আগেই সেইসব নেতাদের উপর খাঁড়া নেমে আসবে। সেই টোটকাতেই বদলে যায় জেলার নেতাদের দৌড়ঝাঁপের চিত্র। পদ বাঁচাতে ব্যক্তিগত ইগো ভুলে নেতারা নিজের নিজের এলাকায় প্রচার, বৈঠক, আলোচনা থেকে ভোটপ্রচারে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে শহরগুলিতে লাগাতার বৈঠক হতে দেখা যায়। এতদিন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই এইসব কিছু নিজের হাতে সামলাতেন। তাঁর অনুপস্থিতিতে ভালো ফল করাটাও একপ্রকার চ্যালেঞ্জ জেলা নেতৃত্বের কাছে। শোনা যাচ্ছে, তৃণমূলের হয়ে কাজ করা একটি ভোট কুশলী সংস্থা ফল বেরনোর পর ১০ জুনের মধ্যে ওয়ার্ড, বুথ ভিত্তিক রিপোর্ট সংগ্রহ করে নেবে। যা জমা পড়বে অভিষেকের কাছে। এরপর সেই রিপোর্টের ভিত্তিতে ২১ জুলাইয়ের আগে ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে তৃণমূল নেতাদের দাবি, যেভাবে সবাই মিলে ভোট পরিচালনা করেছেন, তাতে প্রত্যেক অঞ্চল থেকেই লিড হবে। পিছিয়ে থাকা সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট শহরেও আগের থেকে অনেকটাই ভালো ফলাফল হবে। এছাড়াও সিউড়ি-১, রাজনগর, রামপুরহাট এমনকী দুবরাজপুর ব্লকেও লিড থাকবে।
সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, খুবই ভালো ভোট হয়েছে। সিউড়ি-১ ব্লক থেকে ভালো লিড থাকবে। বাকি জেলাতেও সর্বত্র লিড হবে। রাজনগরের তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু বলেন, পাঁচ হাজারের বেশি লিড থাকবে আমার পাঁচটা অঞ্চল থেকে। চন্দ্রপুর, রাজনগর অঞ্চল সবথেকে ভালো ফলাফল দেবে।
বোলপুর লোকসভা নিয়েও একইভাবে লিড বাড়বে বলেই আশাবাদী নেতারা। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, আগে যা লিড ছিল, তার থেকে অনেকটাই বাড়বে। অভিষেকের নির্দেশ আমাদের পাথেয়। এবার দু’লক্ষের বেশি ভোটে বোলপুর সিট আমরা জিতব। এপ্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, মানুষ তো নিজেদের ভোট নিজে দিয়েছেন। এবার ৪ জুন পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন ফলাফল কোন দিকে যায়।