প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, কংগ্রেস এবং বিজেপির দু’টি অভিযোগ ছাড়া বাকি প্রায় সবই নিষ্পত্তি হয়ে গিয়েছে। আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের প্রশ্নে রাজনৈতিক দলগুলির শীর্ষ পদাধিকারীদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, তাদের তারকা প্রচারকদের নিয়মের মধ্যে বেঁধে রাখুন। কমিশনের পক্ষে জয়েন্ট ডিরেক্টর অনুজ চন্দক এক বিবৃতিতে জানিয়েছেন, নির্বাচন পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এখনও পর্যন্ত ৪২৫ টি অভিযোগ এসেছে। তার মধ্যে ৪০০টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। ‘সি ভিজিল’ অ্যাপেও কমিশনের কাছে নাগরিকদের থেকে ৪ লক্ষ ২২ হাজার ৪৩২টি অভিযোগ এসেছে। তার মধ্যে ৯৯.৯ শতাংশেরই সমাধান হয়ে গিয়েছে।