Bartaman Patrika
 

জীবজন্তু 

প্রতিবছরই কিছু না কিছু নতুন প্রজাতির জীবজন্তু আবিষ্কার হয়। ২০১৯ সালও তার ব্যতিক্রম ছিল না। সেরকমই কয়েকটি প্রাণী হল —

ব্রাউন ব্লচড বেঙ্গল ট্রি ফ্রগ: পশ্চিমবঙ্গে খোঁজ মিলল নতুন প্রজাতির ব্যাঙের। অসমের বাসিন্দা জয়াদিত্য পুরকায়স্থ ও তাঁর সঙ্গীরা উত্তর ২৪ পরগনার বাদু এবং দক্ষিণ ২৪ পরগনার খড়দানাহালায় এই ব্যাঙের হদিশ পান। বাংলার সম্মানে নতুন প্রজাতির এই ব্যাঙের লাতিন নামকরণ হয়েছে, ‘পলিপেডেটস বেঙ্গলেনসিস’। চলতি নাম ‘ব্রাউন ব্লচড বেঙ্গল ট্রি ফ্রগ’। আন্তর্জাতিক জার্নাল ‘জুট্যাক্সা’র স্বীকৃতি পেয়েছে এই আবিষ্কার। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া পাওয়া যায় এই পলিপেডেটস গোত্রের গাছে চড়া ব্যাঙ। কিন্তু, তাদের গায়ে সাধারণত ডোরাকাটা দাগ থাকে। অথচ এই নতুন প্রজাতির গায়ে ছোপ মিলেছে। এরা সাধারণভাবে হলুদ রঙের হয়, কিন্তু এই ব্যাঙের রং হলুদ এবং খয়েরি। এর আগে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে নতুন এক প্রজাতির ব্যাঙের সন্ধান মিলেছিল। প্রাচীন মগধ সাম্রাজ্যের নামে সেই ব্যাঙের নাম রাখা হয়, ‘স্পায়েরোথেকা মগধা’। চলতি কথায় ‘মগধ ব্যাঙ’।

এপিনেফেলাস ফসকোমার্জিনাস মাছ: মাছের এই প্রজাতিটিকে নতুন বলে শনাক্ত করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড মিউজিয়ামের আইচথিওলজিস্ট জেফ জনসন। তিনি বলেন, এই মাছটি গ্রেট বেরিয়ার রিফের প্রায় ৭২০ ফিট গভীরে থাকে।

স্পেক্টাক্লেড ফ্লাওয়ারপেকার: এটি এক ধরনের সুন্দর পাখি। এদের চোখের নীচে ও উপরে দুটি সাদা দাগ এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এই প্রজাতির পাখিটি বোর্নিও দ্বীপের নিম্নভূমি এলাকায় বাস করে এবং পরজীবী প্রাণীদের মতো নিয়ম করে খাবার খায়। খুব শিগগির হয়তো বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় নাম উঠবে সদ্য আবিষ্কৃত এই পাখিটির।

ইউরোপ্লাসাস ফেটিসি: পাতার মতো লেজযুক্ত গেকো। মাদাগাস্কারের জঙ্গলে পাওয়া গিয়েছে এই গেকোটিকে। এর দেহের শেষে গাছের পাতার মতো আকৃতির লেজ রয়েছে। এই প্রজাতিটি সম্পূর্ণ কালো, লাল দাগযুক্ত এবং চোয়ালগুলো অনেকটা ভেতরের দিকে ঢুকানো। বিপন্নপ্রায় প্রাণীর তালিকায় স্থান দেওয়া হয়েছে এই প্রাণীটিকে।

ইলেক্ট্রিক ইল: সম্প্রতি আমেরিকার স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আমাজন জঙ্গলে এই অদ্ভুত প্রাণীটিকে আবিষ্কার করেছেন। বিজ্ঞানীদের তথ্য মতে, ইলেক্ট্রিক ইলের নতুন প্রজাতি ইলেক্ট্রোফোরাস ভোল্টাই প্রায় ৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ সঞ্চার করতে সক্ষম। আর সদ্য আবিষ্কৃত অন্য প্রজাতি ইলেক্ট্রোফোরাস ভারি সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানতে পারেননি বিজ্ঞানীরা। তবে এই প্রজাতিটি নোংরা কাদাজলে থাকতে পছন্দ করে।

ব্লব: প্যারিস মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির গবেষকরা এই অদ্ভুত জীবটি আবিষ্কার করেছেন। কিন্তু, জীবটি ফাঙ্গাস বা ছত্রাক কিনা, সে বিষয়ে বিজ্ঞানীরাও নিশ্চিত নন। তারা একে ‘উদ্ভিদ’ বলতেও চাইছেন না। আবার সব দিক বিবেচনা করে একে ‘প্রাণী’ও বলছেন না। গবেষকরা বলেছেন, হলুদ ঘন তরলের মতো দেখতে জীবটি ফাঙ্গাসের মতো হলেও তা প্রাণীর মতোই আচরণ করে। আর এতে আছে ৭২০টি লিঙ্গ! এই জীবটিকে দুই টুকরো করে ফেললেও তা দুই মিনিটেই আবারও নিজের অবস্থায় ফিরে আসতে পারে। এই জীবটির কোনও মুখ নেই, চোখ ও কোনও পাকস্থলী নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হল এটি খাবার শনাক্ত করে তা খেয়ে হজমও করতে পারে। তাই আবিষ্কারকরা রহস্যজনক এই জীবটির নাম দিয়েছেন ‘ব্লব’।

লুরিডিয়া কোল্যানি মাকড়সা: ইউরোপে প্রথমবার পাওয়া গেল সাদা-কালো এবং মখমলের মতো নরম শরীরের একটি মাকড়সা। ব্রিটেনের বিজ্ঞানীরা বিখ্যাত সঙ্গীতশিল্পী লু রিডের নামানুসারে এর নাম রেখেছেন লুরিডিয়া কোল্যানি। লন্ডনের ইনস্টিটিউট অব জুলজির জুলজিক্যাল সোসাইটির গবেষক সেরজিও হেনরিক এই প্রজাতি সম্পর্কে বলেছেন, এটি গর্তে বসবাস করে এবং গর্তের মুখে জাল বুনে রাখে। কিন্তু এই প্রজাতির বোনা জালগুলো অন্যান্য প্রজাতির মাকড়সা থেকে কিছুটা ভিন্ন। 
29th  December, 2019
এ বছরের উল্লেখযোগ্য ঘটনা 

 ১ জানুয়ারি: মানববিহীন মহাকাশযান নিউ হরাইজন্‌স সৌর জগতের দূরতম প্রান্তে অবস্থিত কাইপার বেল্টের মহাজাগতিক বস্তু ২০১৪ এমইউ৬৯-এর কাছে পৌঁছয়।
 ৩ জানুয়ারি: মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথমবার চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণ করে চীনা মহাকাশযান চ্যাং ই-৪।  বিশদ

29th  December, 2019
ইলেকট্রনিক্সের ইতি!
আলোয় চলবে নতুন
যুগের কম্পিউটার

রক্তিম হালদার: বর্তমানে ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’র মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তামাম বিশ্ব। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই — তাহলে কি আজকের যুগের সাধারণ ইলেকট্রনিক কম্পিউটারের বদলে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘কোয়ান্টাম কম্পিউটার’? 
বিশদ

08th  December, 2019
 কৃত্রিম ত্বক নিয়ে মানুষ
হয়ে উঠবে রোবট

 সৌম্য নিয়োগী: রোবটরাও এবার হয়ে উঠবে মানুষের মতো! কৃত্রিম নয়, যন্ত্রমানবের শরীরেও থাকবে ব্যথা-বেদনা-ভালোবাসার মতো অনুভূতি। রোবটকে জড়িয়ে ধরলে সে লজ্জা পাবে। ভালোবেসে জড়িয়েও ধরবে। হাতে হাত রেখে মনও পড়তে পারবে সে। ঠান্ডা-গরম, হাসি-কান্না, আশঙ্কা — সব‌মিলিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়ই কাজ করবে যন্ত্র শরীরে।
বিশদ

08th  December, 2019
যন্ত্র কখনই চেতনা সম্পন্ন হবে না
বেদান্ত দর্শন তুলে ধরে বসু বিজ্ঞান
মন্দিরে বলে গেলেন সুভাষ কাক

 দেবজ্যোতি রায়: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতিতে অনেক কাজই আর মানুষকে করতে হচ্ছে না। করে দিচ্ছে যন্ত্র। কর্মচ্যুত হচ্ছেন বহু চাকুরিজীবী। এআইয়ের অগ্রগতির ফলে বর্তমান গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আশঙ্কা, সংশয়ের প্রহর গুনছে তামাম দুনিয়া।
বিশদ

08th  December, 2019
 গুগল ইন্ডিয়ার শীর্ষ পদে সঞ্জয় গুপ্ত

ডিজনি ভারত শাখার প্রাক্তন শীর্ষ আধিকারিক সঞ্জয় গুপ্তকে কান্ট্রি ম্যানেজার এবং সেলস ও অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করল মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী বছরের শুরুতে তিনি নতুন পদে কাজ শুরু করবেন। এই পদে ছিলেন রঞ্জন আনন্দন।
বিশদ

08th  December, 2019
কী করে বুঝবেন ফোন
ট্যাপ হচ্ছে কি না?

 একটি উপায় হচ্ছে অ্যান্টি-ভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ বা মোবাইল এন্ড টু এন্ড সিকিউরিটির উপর অনেক অ্যাপ প্লে স্টোরে রয়েছে। সেরকম অ্যাপ যদি ডাউনলোড করা হয়, তারা কিন্তু একটা সঙ্কেত দেবে যে কিছু একটা হতে চলেছে বা কোনও প্রিভিলেজ অ্যাক্সেস দেওয়া হয়েছে।
বিশদ

10th  November, 2019
বিজ্ঞানের টুকিটাকি 

চন্দ্র অভিযানের জন্য নাসার নতুন স্পেসস্যুট, পরতে পারবেন যে কেউ
নতুন অভিযানের জন্য চাই নতুন পোশাক। আগামী আর্টেমিস চন্দ্র অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নাসা। তার জন্য বিশেষ স্পেসস্যুট বা মহাকাশ অভিযানের উপযুক্ত পোশাক প্রস্তুত করে ফেললেন বিজ্ঞানীরা। সাংবাদিক সম্মেলন করে তা প্রকাশ্যে নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন।   বিশদ

10th  November, 2019
নজরদারির নয়া ফাঁদ হোয়াটসঅ্যাপ 

সন্দীপ সেনগুপ্ত (ফাউন্ডার ডিরেক্টর, ইন্ডিয়ান স্কুল অব অ্যান্টি হ্যাকিং): আপনার তথ্য কি সুরক্ষিত? বা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কেউ আপনার উপর নজরদারি চালাচ্ছে না তো? ফেসবুকে তথ্য চুরির বিষয়টি এখন আর কারও অজানা নয়। কিন্তু, অনেকেই হোয়াটসঅ্যাপের সুরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছিল।  
বিশদ

10th  November, 2019
কোয়ান্টাম কম্পিউটিংয়ের সূচনা গুগলের 

তবে কি ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’র যুগ শুরু হল! মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের সর্বশেষ আবিষ্কার বিশ্বজুড়ে তেমন শোরগোলই ফেলে দিয়েছে। তারা দাবি করেছে, কম্পিউটিং বা পারফরম্যান্স বিবেচনায় প্রচলিত সব কম্পিউটারকে ছাপিয়ে গিয়েছে গুগল। অর্থাৎ, তারা নাকি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলেছে। 
বিশদ

10th  November, 2019
ডিএসএলআরের দিন শেষ! ফোনে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা 

সৌম্য নিয়োগী: ৪৮ মেগাপিক্সেল এখন অতীত। বাজার কাঁপাতে এসে গিয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। তবে তা কতদিন টিকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, স্যামসাং এনে ফেলেছে এমন এক প্রযুক্তি যা শুনলে আপনি হাঁ হয়ে যাবেন। আর তা হল ১০৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। স্মার্টফোন ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই নয়া সেন্সর। 
বিশদ

13th  October, 2019
কৃষকদের জন্য ট্রাক্টর, ফার্ম মেশিনারি ভাড়া দেওয়ার জন্য মোবাইল অ্যাপ আনল কেন্দ্র 

কৃষকদের সুবিধার্থে দু’টি অ্যাপ চালু করেছে নরেন্দ্র মোদির সরকার। একটি ‘সিএইচসি-ফার্ম মেশিনারি’ এবং দ্বিতীয়টি হল ‘কৃষি কিষাণ’। বহুভাষী ‘সিএইচসি-ফার্ম মেশিনারি’ অ্যাপটির মাধ্যমে কৃষকরা ট্র্যাক্টর এবং অন্যান্য ফার্ম মেশিনারি ভাড়া নিতে পারবেন। সম্প্রতি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এই অ্যাপ দু’টির উদ্বোধন করেন।  
বিশদ

13th  October, 2019
আর ব্যাঙ্ক নয়, ঋণ এবার স্মার্টফোনেই

সোহম কর: জরুরি পরিস্থিতি। হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়েছে মোটা টাকার। কী করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। হাতের কাছে ক্রেডিট কার্ডও নেই যে আপদকালীন টাকার প্রয়োজনটা মিটিয়ে ফেলবেন। উপায়? ছোটাছুটির কোনও দরকার নেই। প্রযুক্তি আর ইন্টারনেট এক লহমায় সেই সমস্যার সমাধান করে দিয়েছে। হাতে শুধু স্মার্টফোন থাকলেই হল। 
বিশদ

13th  October, 2019
দিল্লির কুয়াশাই দক্ষিণ এশিয়ার উষ্ণায়নের কারণ, বলছে গবেষণা 

মৃণালকান্তি দাস: ফি বছর অক্টোবর-নভেম্বর থেকে জমাট ধোঁয়াশায় শ্বাস-বন্ধের আশঙ্কায় ভুগছে দিল্লি। কুয়াশা দেখলে কু ডাকে অনেকের মনেই। রাজধানীর বাসিন্দারা খুব ভালো ভাবেই জানেন, এই যন্ত্রণা থেকে অদূর ভবিষ্যতেও তাঁদের নিষ্কৃতির সম্ভাবনা নেই বিন্দুমাত্র। 
বিশদ

13th  October, 2019
পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠ
চন্দ্রযান-২-এর পথ পরিক্রমা

  জিএসএলভি রকেটের যান্ত্রিক ত্রুটির জন্য শুরুতেই পিছিয়ে গিয়েছিল উৎক্ষেপণ। তারপর ২২ জুলাই চন্দ্রযান-২-এর সফল উৎক্ষেপণ ঘটান ইসরোর বিজ্ঞানীরা। আর ফিরে তাকাতে হয়নি। পরিকল্পনামাফিক পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে এগতে থাকে সেটি। একের পর এক লাফ দিতে দিতে পৌঁছে যায় চাঁদের কক্ষপথে।
বিশদ

11th  October, 2019

Pages: 12345

একনজরে
আজ, মঙ্গলবার ভোট গণনা। উত্তরবঙ্গে চার আসনে ৫১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ। এজন্য প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পাঁচ জেলার পুলিস ও প্রশাসন। ...

চলতি বছরে ব্যাঙ্ক-বিমার মতো আর্থিক ক্ষেত্র, ই-কমার্স এবং আতিথেয়তা শিল্পে চাকরির বাজার সবথেকে বেশি চাঙ্গা থাকবে। একটি রিপোর্টে এমন জানিয়েছে চাকরি সংক্রান্ত একটি উপদেষ্টা সংস্থা। ...

ভগবানগোলা উপনির্বাচনে জয় নিয়ে একশো ভাগ নিশ্চিত শাসক দলের নেতা থেকে বুথস্তরের কর্মীরা। এই বিষয়টি প্রথম থেকেই তাদের শরীরী ভাষায় স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। তবে গতবারের মার্জিন ধরে রাখা নিয়ে গণনার আগের দিন রাত পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ চলেছে। ...

সাইফার মামলায় ইসলামাবাদ হাইকোর্টে স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইমরানকে এই মামলায় বেসকসুর খালাস দেওয়া হয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রশাসনিক রাজকর্মচারীদের কর্ম ব্যস্ততা বৃদ্ধি। দুপুর থেকে চিন্তার অবসান ও বাধামুক্তি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান
১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৪৬: সঙ্গীতশিল্পী এস.পি. বালসুব্রহ্মণ্যমের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম 
২০২০:কিংবদন্তি চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.১৯ টাকা ৮৩.৯৩ টাকা
পাউন্ড ১০৪.০৯ টাকা ১০৭.৫৭ টাকা
ইউরো ৮৮.৫৭ টাকা ৯১.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২১  জ্যৈষ্ঠ, ১৪৩১, মঙ্গলবার, ৪ জুন, ২০২৪। ত্রয়োদশী ৪২/৪৮ রাত্রি ১০/২। ভরণী নক্ষত্র ৪৪/১০ রাত্রি ১০/৩৫। সূর্যোদয় ৪/৫৫/১৬, সূর্যাস্ত ৬/১৪/৯। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৯/২১ গতে ১২/১ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে ৪/২৭ মধ্যে। রাত্রি ৬/৫৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ২/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪১ গতে ৩/৩৪ মধ্যে পুনঃ ৪/২৭ গতে ৫/২০ মধ্যে। রাত্রি ৮/২২ গতে ৯/৪৮ মধ্যে। বারবেলা ৬/৩৫ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৫৫ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ গতে ৮/৫৫ মধ্যে। 
২১‌  জ্যৈষ্ঠ, ১৪৩১, মঙ্গলবার, ৪ জুন, ২০২৪। ত্রয়োদশী রাত্রি ৯/০। ভরণী নক্ষত্র রাত্রি ১০/৩। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে ও ৯/২৫ গতে ১২/৬ মধ্যে ও ৩/৪১ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৮ গতে ৩/৪১ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৮/২৯ গতে ৯/৫৪ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৫৬ মধ্যে। কালরাত্রি ৭/৩৬ গতে ৮/৫৬ মধ্যে। 
২৬ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বাঁকুড়া: ১০৬৬১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী

11:27:32 AM

উত্তরপ্রদেশের ইন্ডিয়া ৪৩, এনডিএ ৩৬, অন্যান্য ১ আসনে এগিয়ে
 

11:27:00 AM

অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন(১৭৫): টিডিপি ১২৭, ওয়াইএসআর কংগ্রেস ২২, জেএনপি ১৭ ও বিজেপি ৭ আসনে এগিয়ে

11:26:17 AM

৪০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

11:25:20 AM

বারামতীতে সুপ্রিয়া সুলে এগিয়ে ১৪ হাজারের বেশি ভোটে
 

11:24:53 AM

গুরগাঁও আসনে ৪৩ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী রাজ বব্বর
 

11:23:18 AM