সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ইদুজ্জোহা উপলক্ষ্যে বাড়ি ফেরার কথা ছিল পরিযায়ী শ্রমিকের। বাড়ি ফিরেছেন। তবে কফিনবন্দি হয়ে। মাস তিনেক আগে জয়পুরের কোটায় গাছ কাটার কাজ করতে গিয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামের বাসিন্দা শেখ কেতাবুদ্দিন (৫৪)। রবিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। বুধবার সকালে ওই শ্রমিকের দেহ এলাকায় ফিরতেই পরিবারের পাশাপাশি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক ঠিকাদারের সঙ্গে এলাকার পাঁচজন শ্রমিক কোটায় কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানীয় কিনতে গিয়ে রাস্তায় বাইকের ধাক্কায় জখম হন কেতাবুদ্দিন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী গুলেনুর বিবি। পাঁচ সন্তানকে নিয়ে কীভাবে তাঁর সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। গুলেনুর বিবি বলেন, রবিবার সন্ধ্যায় আমার সঙ্গে ফোনে কথা হল। তারপর ঘন্টাখানেক পর মৃত্যুর খবর আসে। বুধবার বাড়ি ফেরার কথা ছিল। তার মধ্যে এই দুর্ঘটনা।