Bartaman Patrika
দেশ
 

মোদি-শাহকে কেন এত ভয়, ইন্ডিয়া জোটের প্রশ্নের মুখে নীরব কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাগাতার মেরুকরণের চেষ্টা, মিথ্যাচারের পরেও কেন মোদি-অমিত শাহর বিরুদ্ধে চুপ কমিশন? তবে কি ‘মডেল কোড অব কনডাক্ট’ আদতে ‘মোদি কোড অব কনডাক্ট’ হয়ে গিয়েছে? শুক্রবার এমনই আক্রমণাত্মক ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে কোণঠাসা করল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। কমিশনকে কার্যত সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে বিরোধীদের বাণ, ভোট মিটে গেলে ব্যবস্থা নেবেন? ভোট ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারে ধর্মীয় মেরুকরণের লাগাতার চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ১৭টি অভিযোগ জমা পড়েছে। তিন দফায় ভোটও হয়ে গেল। তারপরেও কীসের ভয়ে মোদি-অমিত শাহর বিরুদ্ধে হাত গুটিয়ে বসে আছে কমিশন? যদিও কমিশন কোনও জবাব দেয়নি। চুপ করে অভিযোগ শুনেছে। 
কংগ্রেসের অভিষেক মনু সিংভি, সলমন খুরশিদ, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ডিএমকের টি আর বালু, সিপিএমের নীলোৎপল বসু, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাজি সহ ১১ দলের প্রতিনিধি কমিশনে গিয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন। রাজীব কুমারকে কোণঠাসা করে স্পষ্ট ভাষায় ডেরেক বলেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই বলছি, মডেল কোড অব কনডাক্টের মানেই বদলে দিয়েছেন আপনারা। কমিশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হতে বসেছে। এমসিসি মানে মোদি কোড অব কনডাক্ট হয়ে গিয়েছে। এটা লজ্জাজনক। উল্লেখ্য, ভোটদানের সংখ্যা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে কিছুদিন আগে প্রথমে ডেরেক এবং পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন। কেন স্রেফ শতাংশ-সংখ্যা? কেন জানানো হচ্ছে না প্রকৃত ভোটদাতার সংখ্যা? প্রশ্ন তুলেছিলেন বিরোধী জোটের দুই নেতা। তারপরই তাঁরা কমিশনের সাক্ষাৎ চান। এদিন সেই সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই মল্লিকার্জুন খাড়্গেকে পাল্টা চিঠি দিয়ে বিতর্কে জল ঢালার চেষ্টা করে কমিশন। কমিশনের পক্ষে সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি সুমিত মুখোপাধ্যায় ওই চিঠি জারি করেন। যেখানে খাড়্গের অভিযোগ মিথ্যে বলেই দাবি করা হয়। এবারই প্রথম নয়। এর আগেও ভোটের দিন ভোটদানের হার এবং পরে সংযোজিত রিপোর্টে তা বেড়ে যাওয়ার মধ্যে ঘটনা ঘটেছে বলেও উদাহরণ তুলে ধরেছে কমিশন। যদিও এরপরেও চুপ থাকেনি বিরোধীরা। সিংভি বলেন, এক দু শতাংশ বাড়তেই পারে। তাই বলে ৬ শতাংশ? এটা কী করে সম্ভব? কমিশনকে বিষয়টি স্পষ্ট করতেই হবে। অন্যদিকে, ভোটদানের প্রকৃত সংখ্যা না প্রকাশ করায় কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। 
কমিশনের দপ্তর থেকে বেরিয়ে আসছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। - পিটিআই

11th  May, 2024
দলবিরোধী কাজ! বিজেপি থেকে বহিষ্কৃত ভোজপুরী অভিনেতা-গায়ক পবন সিং

লোকসভা নির্বাচনে আসানসোল থেকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের আক্রমণের মুখে পড়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোল থেকে ভোটে না লড়ার ঘোষণা করেন ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিং
বিশদ

22nd  May, 2024
বিকাশের চিহ্ন নেই, ১০ বছর ধরে শুধু দেশ বেচেছেন মোদি, আক্রমণ মমতার

বাকি আর মাত্র ১০ দিন। কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ‘আয়ু’ বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পড়ন্ত বিকেলে ইছামতী নদীর তীরে, বসিরহাটের মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের কাণ্ডারীর ঘোষণা, ‘বাংলায় আমাদের সরকার থাকবে। বিশদ

22nd  May, 2024
২৭২ আসন নিয়ে সংশয়ে মোদি নিজেই? এনডিএ আঁকড়ে বাঁচার মরিয়া চেষ্টা বিজেপির

একক গরিষ্ঠতা মিলবে না বুঝেই কি গত বছর থেকে আবার পুরনো বন্ধুদের কাছে টানছেন নরেন্দ্র মোদি? এনডিএতে বিজেপির দাদাগিরির সৌজন্যে যারা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিল, সেই নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল ও চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশমকে লোকসভা ভোটের আগে আবার জোটে টেনেছেন বিজেপির শীর্ষ কর্তারা। বিশদ

22nd  May, 2024
‘বাজার চাঙ্গা করার গ্যারান্টি স্রেফ জুমলা’, মোদি-শাহ কি শেয়ার বাজারের দালাল? তোপ অর্থনীতিবিদের

আগামী ৪ জুন ফলাফল ঘোষণার পর শেয়ার বাজার অনেকটা চাঙ্গা হবে। লোকসভা ভোটপর্ব চলাকালীন বুক ফুলিয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার আরও এক কদম এগিয়ে ঘোষণা করেছেন, ‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন। কারণ, ভোটের ফল প্রকাশ হলেই শেয়ারের দর চড়চড়িয়ে বাড়বে।’ স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ভবিষ্যদ্বাণীতে রীতিমতো শঙ্কিত অর্থনীতিবিদরা।
বিশদ

22nd  May, 2024
১ জুন থেকে আরটিওতে ড্রাইভিং টেস্ট দিতে হবে না, লাইসেন্স পেতে নির্দেশিকা কেন্দ্রের

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কাটতে চলেছে জটিলতা। লাইসেন্সের জন্য এবার থেকে আর কাউকে সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে (আরটিও) গিয়ে পরীক্ষা দিতে হবে না। ইচ্ছুক ব্যক্তিরা সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে পারবেন। বিশদ

22nd  May, 2024
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা বাংলাদেশ-মায়ানমার সীমান্তে!

বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি শক্তি বৃদ্ধি করলেও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে-ব্যাপারে সোমবার পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। এটির চূড়ান্ত গতিপথের ব্যাপারেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর নিশ্চিতভাবে কিছু জানায়নি। বিশদ

22nd  May, 2024
ভাদোহিতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অখিলেশ, আজমগড়ে সভায় বিশৃঙ্খলা

ফের অখিলেশ যাদবের সভায় জনজোয়ার। এবার উত্তরপ্রদেশের আজমগড়। দলের নেতাকে এক ঝলক দেখতে কর্মী-সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস-উৎসাহ তুঙ্গে উঠল। এরইমধ্যে ভাষণ দিলেন সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ। যোগী রাজ্যে ইন্ডিয়া জোটের বিভিন্ন সভায় জনপ্লাবন নজর কাড়ছে। বিশদ

22nd  May, 2024
পুনের থানায় পিৎজা-বিরিয়ানি খাইয়ে নাবালককে জামিন, বিরোধী চাপ, পোরসে কাণ্ডে গ্রেপ্তার ঘাতকের বাবা

নাবালক ছেলের হাতে তুলে দিয়েছিলেন নম্বর প্লেটবিহীন বিদেশি গাড়ি। ‘পোরসে’ সংস্থার সেই গাড়িই রবিবার বেপরোয়া গতিতে পিষে দিয়েছে বাইকে থাকা দুই তথ্যপ্রযুক্তি কর্মী অনীশ আওয়াধিয়া ও অশ্বিনী কোস্তাকে। চালকের আসনে ছিল সেই নাবালক বিশদ

22nd  May, 2024
স্ত্রী সুনীতাকে ‘ঝাঁসির রানি’ আখ্যা কেজরিওয়ালের

তাঁর অনুপস্থিতিতে আপের প্রচারের মুখ হয়ে উঠেছিলেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল। বিরোধী জোটের মিটিং থেকে শুরু করে দলের কর্মসূচি— সুনীতা ছিলেন একেবারে প্রথম সারিতে। রাজধানীর রাজনীতির অন্দরে শোনা যাচ্ছিল, দীর্ঘ মেয়াদে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরতে না পারলে, হয়তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন সুনীতা নিজেই। বিশদ

22nd  May, 2024
বিমানের ধাক্কায় মুম্বইতে মৃত্যু ৪০টি ফ্লেমিংগোর

তখন সোমবার রাত সাড়ে আটটা। মুম্বই বিমানবন্দরে অবতরণের তোড়জোড় করছিল এমিরেটসের ইকে ৫০৮ বিমানটি। সেসময়ই বিমানের দিকে উড়ে এল একদল ফ্লেমিংগো। কিছু বুঝে ওঠার আগেই বিমানের ধাক্কায় একের পর এক ফ্লেমিংগো মাটিতে লুটিয়ে পড়তে থাকে। বিশদ

22nd  May, 2024
যশবন্ত-পুত্র জয়ন্তকে শোকজ বিজেপির, ভোট মিটতেই বিদায়ী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা

লোকসভা ভোটে দলের প্রার্থীর হয়ে প্রচারে নামেননি। এমনকী, ভোট দিতেও যাননি। এজন্য ঝাড়খণ্ডের হাজারিবাগের বিদায়ী সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে শো-কজ নোটিস পাঠাল বিজেপি। সোমবার পঞ্চম দফার নির্বাচনে হাজারিবাগে ভোটগ্রহণ ছিল। বিশদ

22nd  May, 2024
যৌন হেনস্তা মামলায় চার্জ গঠন ব্রিজভূষণের বিরুদ্ধে, শুরু বিচার প্রক্রিয়া

লোকসভা ভোট চলাকালেই আরও বিপাকে বিজেপির ‘বাহুবলী’ নেতা ব্রিজভূষণ সিংয়ের। যৌন হেনস্তা মামলায় মঙ্গলবার দিল্লির আদালতে চার্জ গঠন হল কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। বিশদ

22nd  May, 2024
মধ্যপ্রদেশে নার্সিং কলেজ কেলেঙ্কারি: সিবিআইয়ের হাতে সংস্থারই ২ কর্তা গ্রেপ্তার

সিবিআইয়ের হাতেই গ্রেপ্তার সিবিআই আধিকারিক! মধ্যপ্রদেশে নার্সিং কেলেঙ্কারি মামলায় এমনই ঘটনা ঘটেছে! এই মামলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন সিবিআইয়েরই দু’জন ইনসপেক্টর। বিশদ

22nd  May, 2024
১৭০০ কিমি পথ হেঁটে কেদারনাথে কর্ণাটকের যুবক

কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাস কতটা গভীর হলে দেড় হাজার কিলোমিটারের বেশি পথ হাঁটা যায়! শিবভক্ত ধনতাজ সাঙ্গালাঙ্ঘি এই বিশ্বাসে ভর করেই পাড়ি দিয়েছেন প্রায় প্রায় ১৭০০ কিমি পথ। বিশদ

22nd  May, 2024

Pages: 12345

একনজরে
কলকাতা ও দুই ২৪ পরগনার ২১টি থানা, জিআরপি এবং হাসপাতালে অস্বাভাবিকভাবে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দিল স্বাস্থ্যভবন। এর মধ্যে পাঁচটি হাসপাতাল, ১২টি জিআরপি থানা এবং কলকাতা পুলিস এলাকার চারটি থানা রয়েছে। ...

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রাক্‌ বর্ষার মাঝারি বৃষ্টি স্বস্তি দিল মালদহবাসীকে। জুড়োলো দহন জ্বালা। বুধবার ভোরে ঝোড়ো হওয়ার সঙ্গে জেলার বেশ কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি নামে। ...

আগামী ১২ জুন শুরু হচ্ছে ট্রান্সফার উইন্ডো। দলবদলের মরশুমে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অসংখ্য লাল-হলুদ সমর্থক। সোশাল সাইটে তারকা ফুটবলারদের নাম নিয়ে জোরদার চর্চা। কোন পথে এগচ্ছে মশালবাহিনী? খোলামেলা নানা প্রশ্নের উত্তর দিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। ...

ছোট শিল্প সংস্থাগুলি যাতে শেয়ার বাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারে, তার জন্য ‘এসএমই আইপিও’ চালু হয় ২০১২ সালে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই সুবিধা করে দেয়। ছোট শিল্প সংস্থাগুলি যাতে প্রথমবারের জন্য বাজারে শেয়ার ছাড়তে পারে, ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে জটিলতা মুক্তি ও কর্মোন্নতি। অপচয়মূলক বা অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কচ্ছপ দিবস
১৪৯৮ - পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন
১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে
১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান
১৮২৯- বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম
১৮৯৪ - ভারতে ফলিত গণিতের জনক বিজ্ঞানী নিখিলরঞ্জন সেনের জন্ম 
১৯০২ - কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে
১৯০৫ - বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯০৬- নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮- ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯- জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯২৮- বিশিষ্ট তবলিয়া রাধাকান্ত নন্দীর জন্ম
১৯৩০ - বাঙালী প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু 
১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন
১৯৫১- বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম
১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৯ টাকা ৮৪.২৩ টাকা
পাউন্ড ১০৪.২৪ টাকা ১০৭.৭২ টাকা
ইউরো ৮৮.৯২ টাকা ৯২.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৩,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৩,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪।  পূর্ণিমা ৩৬/৫ রাত্রি ৭/২৩। বিশাখা নক্ষত্র ১০/৪৫ দিবা ৯/১৫। সূর্যোদয় ৪/৫৭/৩৭, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৯/২ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/৩১ গতে উদয়াবধি। বারবেলা ২/৫১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৪ মধ্যে। 
৯ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪। পূর্ণিমা সন্ধ্যা ৬/৪৮। বিশাখা নক্ষত্র দিবা ৮/৫৮। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৩/৪০ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ২/৫৩ গতে ৬/১২ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৫ মধ্যে। 
১৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রোজ্জ্বলকে দেশে ফিরে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন দেবেগৌড়া
যৌন হেনস্তা মামলায় অভিযুক্ত দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বল রেভান্না। আপাতত জার্মানিতে ...বিশদ

04:38:54 PM

সংগ্রামপুরের জনসভায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:34:00 PM

মহারাষ্ট্রের থানেতে কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৪ জনের

04:22:07 PM

কেশিয়াড়িতে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচারে মহুয়া মৈত্র

04:18:18 PM

কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে পটাশপুরে প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

04:15:05 PM

কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতাতে এলে দেশের ৫০ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03:58:35 PM