প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
রাঁচিতে ৬০০ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ উঠেছে হেমন্তের বিরুদ্ধে। গত ৩১ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করে ইডি। তাঁর গ্রেপ্তারি ‘বেআইনি’ বলে দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। শুনানি শেষ হলেও এখনও সেই মামলায় কোনও রায় দেয়নি হাইকোর্ট। তারপরই শীর্ষ আদালতে অন্তবর্তীকালীন জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হেমন্ত। তাঁর আইনজীবী কপিল সিব্বাল ও অরুণাভ চৌধুরী আদালতে জানিয়েছেন, হাইকোর্ট রায় দিচ্ছে না। লোকসভা নির্বাচনের আবহে এই মামলায় দ্রুত অন্তবর্তীকালীন জামিন চান তাঁরা। এবার এই মামলার প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চেয়ে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট। পরবর্তী সপ্তাহে ফের এই মামলার শুনানি হতে পারে।