প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বাংলার আটটি কেন্দ্র সহ দেশের ৯৬টি আসনে ভোটগ্রহণ ছিল সোমবার। তার মধ্যেই নির্বাচনী প্রচারে মোদির পরাজয়ের পূর্বাভাস আরও সুনিশ্চিত করে দিলেন তৃণমূল নেত্রী। এদিন মমতা সভা করেছেন বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে। পলতায় তাঁর দ্বিতীয় সভা ছিল বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের প্রচারে। দু’টি লোকসভা আসনেই গতবার জিতেছিল বিজেপি। সেই মাটিতে দাঁড়িয়ে এদিন বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’ কেন্দ্রে ক্ষমতায় আসছে বলে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদির উদ্দেশে তাঁর সাফ বার্তা, ‘ভোট যা হওয়ার হয়ে গিয়েছে, আপনাদের সব কারসাজি ধরে ফেলেছি। তৃণমূলের ফুলে ভোট মারছে, কিন্তু ভোট পড়ছে বিজেপির ফুলে। আমরা বিষয়টা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছি, মেশিন চেঞ্জ করিয়েছি।’ সীমান্তে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা। সাফ জানিয়েছেন, আমাদের দু’জন কর্মীকে বিজেপি প্রার্থী হুমকি দিয়েছে—তার হয়ে ভোট করাতে হবে, না হলে পচে মরতে হবে জেলে। ভোট কিনতে টাকা ছড়াচ্ছে বিজেপি। আমরা নজর রাখছি। কিন্তু এতসবের পরেও বলে দিচ্ছি, মোদিবাবু ক্ষমতায় আসছেন না। মোদির গ্যারান্টি আসলে ৪২০।’ ঐতিহাসিক ১৩ মে’র সভার শেষ প্রান্তে এসে নেত্রী আবারও মনে করিয়ে দিয়েছেন, ‘৩৪ বছরের খুনি সিপিএমকে কেউ ভোট দেবেন না। ইন্ডিয়া জোট জিতবে। আর দিদি হিসেবে বলে দিচ্ছি, ইন্ডিয়াকে ক্ষমতায় আনতে আমি বাংলা থেকে সম্পূর্ণ সহযোগিতা করব।’