প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
সন্দেশখালিতে আন্দোলনের আগুন যখন জ্বলছে, তখন স্থানীয় এক বিজেপি নেত্রী বেড়মজুর এলাকার বাসিন্দা শিখা দাসকে (নাম পরিবর্তিত) থানায় ডেকে নিয়ে যান। অর্ধেক লেখা একটা কাগজে তাঁকে সই করে দিতে বলেন। বিজেপি নেত্রীর কথায় বিশ্বাস করে তাতে সই করে দেন তিনি। তারপর শিখা জানতে পারেন, তাঁকে দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। আদালতে জবানবন্দির নোটিস বাড়িতে আসতেই তিনি ছুটে যান ওই বিজেপি নেত্রীর কাছে। ওই নেত্রী শিখাকে বলে দেন জবানবন্দিতে কী কী বলতে হবে। শিখাকে তিনি নাকি বলে দিয়েছিলেন, ‘তৃণমূল নেতারা তাঁকে টানাটানি করে নির্জন জায়গায় নিয়ে যেতে চাইছিল। তিনি চিৎকার করায় ও তাঁদের চিনে ফেলায় ওরা পালায়।’ এভাবেই কার্যত পাখি পড়ানো হয় শিখাদেবীকে। কিন্তু ধর্ষণের ‘অসত্য’ অভিযোগ প্রত্যাহার করতে চেয়ে পুলিসের কাছে আবেদন করেন শিখা। তা জানতে পেরে সোমবার রাতে দলবল নিয়ে মহিলার বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শিখাকে সকলের সামনে হুমকি দেন বলে অভিযোগ। মহিলার ভাইয়ের স্পষ্ট দাবি, কেন দিদি ‘মিথ্যা’ মামলা বয়ে বেড়াবে? তাই দিদি থানার দ্বারস্থ হয়েছে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য।
অভিযোগ, এরপরেই বিজেপি প্রার্থী রেখা পাত্র এসে বাড়িতে হুমকি দিয়ে গিয়েছেন। এমনকী সিবিআইয়েরও ভয় দেখিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, মহিলাদের দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছিল বিজেপি। উনি সেটা প্রত্যাহার করতে চাইছিলেন। সেই কারণে বিজেপি প্রার্থীর রোষের মুখে পড়তে হল এক মহিলাকে।
বিজেপি প্রার্থী রেখা পাত্র জবাবে বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি ওইদিন সন্দেশখালি গিয়েছিলাম। কর্মীদের সংযত থাকার কথা বলেছি। তৃণমূল অযথা কুৎসা রটাচ্ছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, সন্দেশখালি নিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে তৃণমূল। সবটাই বিজেপির বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা।
এদিকে সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন বনগাঁ এবং পলতার জনসভা থেকে প্রধানমন্ত্রী এবং বিজেপির নাম উচ্চারণ করে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সন্দেশখালি নরেন্দ্র মোদির এক জঘন্য কেলেঙ্কারি। ২০০০ টাকার বিনিময়ে মহিলাদের অসম্মানিত করেছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, কিন্তু সন্দেশখালিতে টাকা খরচ করে বাংলা এবং বাংলার মা-বোনেদের অসম্মানিত করা হয়েছে বিজেপির তরফে। নরেন্দ্র মোদি, তুমি জেনে রাখো বাংলার মা-বোনেরাই তোমাকে যোগ্য জবাব দেবে।