প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আজ মতুয়া সম্প্রদায় অধ্যুষিত বনগাঁয় প্রথম জনসভা করবেন শাহ। কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরকে পুনরায় জয়ী করার আবেদন জানাতে মতুয়াগড়ে হাজির হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রাক্কালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করতে প্রয়োজনীয় বিধি জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই আইনই চলতি ভোটের বিরাট বিতর্কিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুসহ ছয়টি ধর্মের মানুষকে নাগরিকত্ব দিতেই সিএএ আনা হয়েছে। তার ফলে মতুয়ারা (মূলত নমঃশূদ্র) এবার এ দেশের নাগরিক হতে পারবেন, এমনটাই দাবি বিজেপির। যদিও তৃণমূলের পাল্টা দাবি—সিএএ পোর্টালে আবেদন করলেই যাবতীয় সরকারি সামাজিক প্রকল্প থেকে নাম বাদ পড়ে যাবে, এমনকী নাগরিকত্ব হারানোরও আশঙ্কা রয়েছে আবেদনকারীদের।
এই আবহে আজ বনগাঁয় আসছেন অমিত শাহ। সিএএ বিধি জারি হওয়ার পর প্রথম মতুয়া গড়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন, সেটাই দেখার। এছাড়া আজ উলুবেড়িয়া লোকসভা আসনের অন্তর্গত আমতায় দলীয় প্রার্থীর সমর্থনে গলা চড়াবেন শাহ। পরদিন, অর্থাৎ আগামী কাল বুধবার রয়েছে তাঁর জোড়া সভা করবেন। দিনের প্রথম সমাবেশ করবেন মশাটে। দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচি রয়েছে শ্রীরামপুরে। তবে শুধু প্রকাশ্য জনসভা করেই ক্ষান্ত থাকবেন না শাহ। একাধিক লোকসভার জন্য নির্দিষ্ট ঘরোয়া সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় প্রার্থী ও জেলা সভাপতিদের মধ্যে একাধিক জায়গায় বিবাদ তৈরি হয়েছে। শাহের মূল চ্যালেঞ্জ এখন তা সামাল দেওয়া। - ফাইল চিত্র