নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার প্রাক্তন বিচারপতিই মামলাকারী! তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের মাঝেই তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে। এতে নির্বাচনী প্রচারে তাঁর সমস্যা হবে। তাই এফআইআরটি দ্রুত খারিজ করার আর্জি নিয়ে হাইকোর্টের দুয়ারে স্বয়ং প্রাক্তন বিচারপতি। মঙ্গলবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা। এর আগে তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিবাদ কর্মসূচির দিন ধুন্ধুমার কাণ্ড ঘটে। ওইদিনই বিজেপির একটি মিছিল ছিল। অভিযোগ ওঠে, বিজেপির মিছিল থেকে প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়। তার প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মইদুল ইসলাম তমলুক থানায় একটি এফআইআর করেন। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে ।
এফআইআরে উল্লেখ, বিজেপি প্রার্থীর প্ররোচনাতেই এই হামলা। তার প্রেক্ষিতে অভিজিৎবাবুর বক্তব্য ছিল, অভিযোগ হয়েছে হোক। এরকম মিথ্যা মামলা তো কতই হয়! দেখা যাবে। যারা এসব করছে তারা কতদিন এসব মামলা মকদ্দমার হাত থেকে বাঁচে সেটা দেখব। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।