প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বিজেপি সূত্রের দাবি, কৃষ্ণনগর ও বর্ধমান পূর্ব এই দুই লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীদের সমর্থনে তাঁর সভা করার কথা ছিল। তার মধ্যে কৃষ্ণনগরের জনসভা বাতিল করেছেন তিনি। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির এক নেতা বলেন, ভোট ঘোষণার আগে স্বয়ং প্রধানমন্ত্রী মার্চের প্রথম সপ্তাহে কৃষ্ণনগরে সভা করে গিয়েছেন। তখনও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। রাজপরিবারের ওই সদস্য অমৃতা রায়কে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র টাকার বিনিময়ে লোকসভার তথ্য ফাঁসে অভিযুক্ত। ওই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী জনসভা করার পর সেখানে অমিত শাহের র্যালি হলে ভিন্ন বার্তা যেত। তাই দিল্লি থেকেই শেষ মুহূর্তে কৃষ্ণনগরে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা বাতিল করা হয়েছে। যদিও বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের হয়ে আজ, মঙ্গলবার জনসভা করবেন অমিত শাহ। এদিন দুপুরে শাহের কর্মসূচি রয়েছে কাটোয়ায়। অন্যদিকে আজই প্রথম রাজ্যে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বহরমপুর, বীরভূম ও রানিগঞ্জে জনসভা করবেন।